
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে নিজের করা প্রথম ওভারেই সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সাজঘরে পাঠান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাতেই হয়েছে রেকর্ড। টি-টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ৪০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন মুস্তাফিজ।
প্রথম বাংলাদেশি বোলার হিসেবে সবধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৪০০ উইকেটের মাইলফলকের পৌঁছেছিলেন সাকিব আল হাসান। তারপরে এই কীর্তি গড়লেন মুস্তাফিজ। এই মাইলফলকে পৌঁছাতে মুস্তাফিজ খেলেছেন মোট ৩১৫টি ম্যাচ।
তবে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক সাকিব আল হাসানই। ৪৬৮ ম্যাচে তার উইকেট সংখ্যা ৫০৭।
এদিকে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সাকিবের অবস্থান পাঁচ নম্বরে। মুস্তাফিজুর রহমান আছেন সেরা দশে। এই তালিকায় সবার ওপরে অবস্থান করছেন আফগান লেগ-স্পিনার রশিদ খান। ৫০৭ ম্যাচে ৬৮৫টি উইকেট নিয়েছেন তিনি। ৬৩১টি উইকেট নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছেন সাবেক ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভো।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিন নম্বরে অবস্থান আরেক ক্যারিবীয় তারকা সুনীল নারিনের। তার ঝুঁলিতে রয়েছে ৬০৮টি উইকেট। আর ৫৭০ উইকেট নিয়ে চার নম্বরে আছেন প্রোটিয়া লেগ-স্পিনার ইমরান তাহির।
পূর্বকোণ/পারভেজ