চট্টগ্রাম শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

জয় দিয়ে বিপিএল শুরু ঢাকার

জয় দিয়ে বিপিএল শুরু ঢাকার

অনলাইন ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২৫ | ৫:৫৬ অপরাহ্ণ

উড়তে থাকা রাজশাহী ওয়ারিয়র্সকে মাটিতে নামালো ঢাকা ক্যাপিটালস। ৫ উইকেট ও ৭ বল হাতে রেখেই প্রথম জয় তুলে নিলো ঢাকা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন বোলাররাই ঢাকার জয়ের ভীত গড়ে দেন। ইমাদ ওয়াসিম, সালমান মির্জাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানের বেশি তুলতে পারেনি রাজশাহী। সিলেট টাইটানসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরিতে দল জিতিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ঢাকার বিপক্ষেও ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত ৩৭ রানে শান্তকে থামান ইমাদ। দুটি করে চার এবং ছক্কায় সাজানো তার ২৮ বলের ইনিংস।

সাহিবজাদা ফারহানকে রাজশাহী হারায় ইনিংসের প্রথম বলেই। এদিন তানজিদ ১৫ বলে করেন ২০ রান । ইয়াসির আলী রাব্বিও ১৫ বলে করেন ১৩ রান। মুশফিকুর রহিম ২৩ বলে ২৪ রান করে ফিরলেও শেষ দিকে মোহাম্মদ নাওয়াজের দায়িত্বশীল ২৬ বলে ২৬ রানের ইনিংসে ভর করে রাজশাহী তোলে ১৩২ রান। ঢাকার হয়ে ইমাদ ওয়াসিম ৩টি ও নাসির হোসেন ২টি উইকেট নেন।

১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানকে হারিয়ে চাপে পড়ে ঢাকা। তবে উসমান খান ও আব্দুল্লাহ আল মামুনের ৩৭ রানের জুটি দলকে ফের ম্যাচে ফেরায়। উসমান ১৫ বলে ১৮ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন মামুন। হাফ-সেঞ্চুরি মিস করে তিনি থামেন ৪৫ রানে।

অধিনায়ক মোহাম্মদ মিঠুন (১২) ও নাসির হোসেন (১৯) বড় অবদান রাখতে না পারলেও শেষদিকে শামীম হোসেন পাটোয়ারি ও সাব্বির রহমানের অবিচ্ছিন্ন জুটি ঢাকাকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ১৮ বলে ৩৬ রানের জুটিতে ম্যাচ শেষ করেন তারা। সাব্বির ১০ বলে ২১ ও শামীম ১৩ বলে ১৭ রান নিয়ে অপরাজিত থাকেন।

রাজশাহীর বোলারদের মধ্যে মোহাম্মদ নাওয়াজ ছিলেন সবচেয়ে সফল। তিনি ২১ রান দিয়ে নেন ৩টি উইকেট। এছাড়া তানজিম সাকিব ও সন্দীপ লামিচানে নেন একটি করে উইকেট।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট