চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ : সেমিফাইনালে দেখা হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ : সেমিফাইনালে দেখা হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২৫ | ১০:৪৫ অপরাহ্ণ

নেপালকে হারিয়ে নিজেদের কাজটা আগেভাগে ঠিকমতো সেরে রেখেছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে শ্রীলঙ্কার জয়ে নিশ্চিত হয়ে গেল সবকিছু। ‘বি’ গ্রুপ থেকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এক ম্যাচ হাতে রেখেই শেষ চারে জায়গা করে নিল দল দুটি।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ৪ বল হাতে রেখে ২ উইকেটে জিতেছে লঙ্কানরা। টস জিতে আগে ব্যাট করে আফগানরা ৪৯.৫ ওভারে ২৩৫ রানে অলআউট হওয়ার পর ৮ উইকেটে ২৩৮ তুলে লক্ষ্যে ছুঁয়ে ফেলে তারা।

এদিনই দুবাইয়ের দ্য সেভেন্স স্টেডিয়ামে ১৫১ বল বাকি থাকতে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতে সেমির পথে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে নেপাল ৩১.১ ওভারে ১৩০ রানে গুটিয়ে যাওয়ার পর ৩ উইকেটে ১৩৫ রান তুলে গন্তব্যে পৌঁছায় যুবা টাইগাররা।

টানা দুই জয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট সমান ৪ করে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে আছে লঙ্কানরা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নিজেদের শেষ ম্যাচে আগামী বুধবার আইসিসি একাডেমিতে মুখোমুখি হবে দল দুটি।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন