চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

আইপিএলের নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার, নেই সাকিব

আইপিএলের নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার, নেই সাকিব

স্পোর্টস ডেস্ক

৯ ডিসেম্বর, ২০২৫ | ১২:৪৭ অপরাহ্ণ

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশি ৭ ক্রিকেটার জায়গা করে নিয়েছেন। প্রাথমিকভাবে সাকিব আল হাসান থাকলেও বাদ পড়েছেন সবশেষ তালিকা থেকে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি আসরে তার ফেরাও হচ্ছে না আপাতত।

 

মুস্তাফিজের সঙ্গে চূড়ান্ত তালিকায় ঠাঁই পেয়েছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান, নাহিদ রানা, রকিবুল হাসান ও শরিফুল ইসলাম।

 

সবচেয়ে চমক জাগানিয়া নামটি নিঃসন্দেহে রকিবুল। ২০২০ অনূধর্ব-১৯ বিশ্বকাপজয়ী বাঁহাতি স্পিনার এখনও বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি অবশ্য তিনি খেলেছেন ২০২৩ এশিয়ান গেমসে, তবে সেখানে জাতীয় দল খেলেনি।

 

৪০ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। একমাত্র বাংলাদেশি হিসেবে মুস্তাফিজ এই সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন বাঁহাতি পেসার।

 

রিশাদের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। একই ক্যাটাগরিতে আছেন বাকি ৫ বাংলাদেশি ক্রিকেটার। সাত জনের মধ্যে কেবল মুস্তাফিজের আইপিএল খেলার অভিজ্ঞতা আছে, ৬০ ম্যাচ খেলেছেন তিনি।

 

একই দিন নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে ৩৫ জন খেলোয়াড়কে, যেখানে শিরোনাম কেড়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। এতে শ্রীলঙ্কান খেলোয়াড়রাও আছেন, যারা প্রাথমিক তালিকায় ছিলেন না। ডি ককের নাম যুক্ত করা হয়েছে একটি ফ্র্যাঞ্চাইজির সুপারিশে। এবারে তার ভিত্তিমূল্য ১ কোটি রুপি, যা আগের মেগা নিলামের তুলনায় অর্ধেক। গতবার কলকাতা নাইট রাইডার্স দক্ষিণ আফ্রিকান ব্যাটারকে নিয়েছিল ২ কোটি রুপিতে। মৌসুমটা ভালো কাটাতে না পারায় তাকে ছেড়ে দেয় সাবেক চ্যাম্পিয়নরা। এবার উইকেটকিপার-ব্যাটারদের জন্য নির্ধারিত তৃতীয় স্লটে আছেন ডি কক।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন