চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

২০২৬ বিশ্বকাপের ড্র শুক্রবার, একনজরে দেখে নিন খুঁটিনাটি

২০২৬ বিশ্বকাপের ড্র শুক্রবার, একনজরে দেখে নিন খুঁটিনাটি

অনলাইন ডেস্ক

৩ ডিসেম্বর, ২০২৫ | ৯:৪৬ অপরাহ্ণ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টায়। লাখ লাখ দর্শককে আনন্দ দিতে মঞ্চে থাকবেন বিনোদন জগতের নামীদামি ব্যক্তিরা।

কীভাবে হবে ড্র
এবারই প্রথম ৪৮টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। মোট চারটি পটে থাকবে ৪৮ দল। প্রতিটি পটে থাকবে ১২টি করে দল। পট-১ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে পট-৪ পর্যন্ত লটারির মাধ্যমে দলগুলোকে ‘এ’ থেকে ‘এল’ পর্যন্ত ১২টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ৪টি করে দল।

পট-১ (শীর্ষ বাছাই): স্বাগতিক দেশ ও ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ ১২ দল আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।

পট–২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়া।

পট-৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার ও দক্ষিণ আফ্রিকা।

পট-৪: জর্ডান, কেপ ভার্দে, কুরাসাও, ঘানা, হাইতি, নিউজিল্যান্ড এবং প্লে-অফ থেকে আসা বাকি ৬টি দল।

২০২৬ বিশ্বকাপের ড্র সরাসরি সম্প্রচার করবে ফিফা ডটকম এবং ফিফার অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো। এছাড়া ফিফার অনুমোদিত আন্তর্জাতিক মিডিয়া পার্টনাররাও অনুষ্ঠানটি সম্প্রচার করবে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট