
ভারতকে দ্বিতীয় ইনিংসে ১৪০ রানে অলআউট করে ৪০৮ রানে গুয়াহাটি টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা। রানের হিসাবে টেস্ট ক্রিকেটে এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হার। দুই ম্যাচের সিরিজে ভারতকে তাদের ঘরের মাঠেই ২-০ ব্যবধানে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা। শুধু তাই নয়, দীর্ঘ ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজও জিতল প্রোটিয়ারা। এর আগে সর্বশেষ ২০০০ সালে হান্সি ক্রনিয়ের অধিনায়কত্বে ভারতে টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ২৫ বছর পর তার সঙ্গে যোগ দিলেন বাভুমা। ঘরের মাঠে এ নিয়ে সর্বশেষ সাতটি টেস্টের মধ্যে পাঁচটিতেই হারল ভারত।
টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড হলো ৪১৮। অর্থাৎ, ভারত যে পাহাড়সম (৫৪৯ রান) লক্ষ্য পেয়েছিল, সেটা শুরু থেকেই ছিল অসম্ভব এক স্বপ্ন। এমন লক্ষ্য সামনে নিয়ে ব্যাটিংয়ে নামা ভারতের হয়ে একজনই শুধু লড়ার চেষ্টা করেছিলেন, রবীন্দ্র জাদেজা। ৮৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি।
চেষ্টা করেছিলেন তিন নম্বরে নামা সাই সুদর্শনও। মাটি কামড়ে পড়ে থাকার চেষ্টা করেন ক্রিজে। কিন্তু ১৩৯ বলে মাত্র ১৪ রানের তাঁর সেই প্রতিরোধও শেষ পর্যন্ত বিফলে গেল। আজ মাত্র ৪৮ ওভার ব্যাট করে ১১৩ রান তুলতেই বাকি ৮ উইকেট হারায় ভারত।
ভারতের দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বড় আঘাত হানেন প্রোটিয়া স্পিনার সাইমন হারমার। ৩৭ রানে ৬ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন তিনি। দুই ইনিংস মিলিয়ে এই টেস্টে তাঁর শিকার ৯ উইকেট। ভারতের মাটিতে হারমারের রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়। ৪ টেস্টে তাঁর মোট উইকেট এখন ২৭টি। এর মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেইনকে পেছনে ফেলে ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি এখন হারমার।
পূর্বকোণ/পিআর