চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকি: চিলিকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ

অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকি: চিলিকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৫ | ১১:২৯ অপরাহ্ণ

অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকি শুরুর আগে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ভারতের মাদুরাইয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) চিলিকে ৩-০ গোলে হারিয়েছে রকিবুলরা।

প্রথম প্রস্তুতি ম্যাচটি চার কোয়ার্টারে হয়েছে। আমিরুল, রকিবুল ও জয়ের স্টিক থেকে এসেছে একটি করে গোল। আগামীকাল সুইজারল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ।

এদিকে বাংলাদেশ দলের ডাচ কোচ আইকম্যান পারিবারিক কাজ শেষে ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

২৮ নভেম্বর থেকে শুরু হওয়া  বিশ্বকাপ হকিতে ২৪টি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকায় এফ গ্রুপে চতুর্থ দল হিসেবে রয়েছে। এই গ্রুপের শীর্ষ দল গত আসরের রানার্স আপ ফ্রান্স। অন্য দুই দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট