
দারুণ এক পাল্টা আক্রমণে গোল পেয়ে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোল করেছেন শেখ মোরছালিন। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরছালিন।
জাতীয় স্টেডিয়ামে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে লড়ছে বাংলাদেশ ও ভারত। ১-০ গোলে এগিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ।
ঘরের মাঠে ভারতকে হারাতে মুখিয়ে থাকা বাংলাদেশের শুরুটা অবশ্য ছিল ধীরলয়ে।
তৃতীয় মিনিটে রাকিব হোসেনের দুর্বল ভলি সহজে গ্লাভসে জমান গোলকিপার গুরপ্রিত সিং সান্ধু, তাতেও দর্শক ফেটে পড়ে উচ্ছ্বাসে। খানিক পর মোরসালিনের থ্রু পাস ধরার কেউ ছিল না। একটু ঢিমেতালে শুরু লড়াইয়ে দুই দলই ছিল সতর্ক।
এরপর আচমকা দ্বাদশ মিনিটের ওই চোখজুড়ানো গোলে গ্যালারিতে প্রাণের সঞ্চার করেন শেখ মোরসালিন।
রাকিবকে বল বাড়িয়ে সামনে এগিয়ে যান মোরসালিন, প্রতিপক্ষ ডিফেন্ডারকে গতিতে পেছনে ফেলে ঢুকে পড়েন বক্সে। শট নেওয়ার সুযোগ ছিল রাকিবের, কিন্তু তিনি পাস বাড়ান অন্য প্রান্তে মোরসালিনকে। নিখুঁত টোকায় বল জালে জড়িয়ে দেন মোরসালিন।
লাল-সবুজের জার্সিতে এ নিয়ে তার গোল হলো ৭টি।
পূর্বকোণ/পারভেজ