
তানজিদ হাসানের একার রান ৬২ বলে ৮৯। বাকি সবাই মিলে রান ৫৮ বলে ৫৭। বোলিংয়ে ধারহীন প্রায় সবাই। ফিল্ডিংয়ে ক্যাচ ছুটে গেল একের পর এক । সবকিছুর ফলাফল, আরেকটি পরাজয়। আগেই সিরিজ জিতে নেওয়া ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপকে বিশ্রাম দিয়েও শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ করে ছাড়ল বাংলাদেশকে।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে বাংলাদেশকে ৫ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।দেশের বাইরে প্রথমবার ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ পেল ক্যারিবিয়ানরা। বাংলাদেশকেও হোয়াইটওয়াশ করল তারা প্রথমবার। দেশের মাঠে দ্বিতীয়বার ৩-০ ব্যবধানে হারল বাংলাদেশ। আগেরবার হেরেছিল তারা ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে। চট্টগ্রামে শুক্রবার টস জিতে ব্যাটিং নামা বাংলাদেশ ২০ ওভারে তোলে ১৫১ রান।
শেষ ওভারের প্রথম বলে আউট হওয়া তানজিদের ৮৯ রান ছাড়া অন্য কেউ সেভাবে দাঁড়াতে পারেননি। দু অঙ্ক ছুঁতে পারেন কেবল আর সাইফ হাসান। এই বছর বেশ কিছু রেকর্ড গড়া তানজিদ নিজের অর্জনের ঝুলি আরও সমৃদ্ধ করেন এই ইনিংসে।