চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২৯ অক্টোবর, ২০২৫ | ১১:৪২ পূর্বাহ্ণ

ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের গ্যালারি ভর্তি স্টেডিয়ামে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরে যায়। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সিরিজে সমতা ফেরাতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও নাগরিক চ্যানেল।

 

দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। প্রথম ম্যাচ শেষে লিটন বলেন, ‘আমি মনে করি তারা (ওয়েস্ট ইন্ডিজ) প্রথম ১০ ওভারে সত্যি ভাল ব্যাটিং করেছে। উইকেট ধীর গতির ছিল। আমরা যদি শুরুতে উইকেট নিতে পারতাম তাহলে চাপে থাকত তারা।’

 

তিনি আরও বলেন, ‘শেষ ওভার ছাড়া পুরো ম্যাচে আমরা সত্যিই ভাল বোলিং করেছি। আমরা এ ম্যাচে যা ভুল করেছি, এসব থেকে দ্রুত আমাদের শিক্ষা নিতে হবে এবং পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে হবে।’

 

অন্যদিকে প্রথম ম্যাচে ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্স করেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে অধিনায়ক শাই হোপ বলেন, ‘যখন পরিকল্পনাগুলো কাজে লাগে তখন সব কাজই সহজ হয়ে যায়। বিশেষ করে অধিনায়ক হিসেবে।’

 

তিনি আরও বলেন, ‘সব কৃতিত্ব ছেলেদের। প্রথম ম্যাচে সব বিভাগেই ভাল খেলেছে তারা। এমন পারফরমেন্স ও ফলাফল দেখে আমি খুশি।’

 

দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে চায় অতিথিরা। প্রথম ম্যাচের জয়ের কম্বিনেশনই ধরে রাখার চেষ্টা করবে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে সিরিজে সমতা আনার লক্ষ্যে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০ ম্যাচে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট