
তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথম টিতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টসভাগ্যে হেরেছে টাইগার অধিনায়ক লিটন দাশ। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
ব্যাট হাতে বাজে সময় কাটানো জাকের আলি বাদ পড়লেন একাদশ থেকে। তার সঙ্গে প্রথম ম্যাচের একাদশে নেই পারভেজ হোসেন, শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলাম।
চোট কাটিয়ে দলে ফেরায় স্বাভাবিকভাবেই একাদশে আছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার অনুপস্থিতিতেই দলকে নেতৃত্ব দিচ্ছিলেন জাকের।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসনে, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
পূর্বকোণ/পিআর