চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সিরিজ বাঁচানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
ছবি সংগৃহীত

সিরিজ বাঁচানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

অনলাইন ডেস্ক

১১ অক্টোবর, ২০২৫ | ৬:৪৯ অপরাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশে আজ শনিবার দুটি পরিবর্তন আনা হয়েছে। বিশ্রাম দেয়া হয়েছে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদকে। তাদের দুজনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। এদিকে প্রথম ম্যাচের একাদশেই দ্বিতীয় ওয়ানডে খেলবে আফগানিস্তান।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতে, আল্লা মোহাম্মদ গজনাফর ও বশির আহমেদ।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট