চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

রাতে হংকংয়ের বিপক্ষে নামছে হামজারা, বাছাইপর্বের লড়াইয়ে জয়ের বিকল্প নেই

রাতে হংকংয়ের বিপক্ষে নামছে হামজারা, বাছাইপর্বের লড়াইয়ে জয়ের বিকল্প নেই

অনলাইন ডেস্ক

৯ অক্টোবর, ২০২৫ | ৬:০৪ অপরাহ্ণ

এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে টিকে থাকার লড়াইয়ে বৃহস্পতিবার রাতে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জয়ের বিকল্প নেই। কারণ তিন পয়েন্ট না পেলে টুর্নামেন্টে তাদের আশা কার্যত শেষ হয়ে যাবে। ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার রাত ৮টায়। দেখাবে টি স্পোর্টস, নাগরিক টিভি। ওটিটি প্ল্যাটফর্মেও থাকছে দেখার সুযোগ। টি স্পোর্টস ডিজিটাল, বংগ বিডি ও ইমপ্রেস টেলিফিল্মের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও দেখা যাবে ম্যাচ।

সিঙ্গাপুরের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২–১ গোলে হতাশাজনক পরাজয় দলটির আত্মবিশ্বাসে আঘাত হেনেছে। অথচ কয়েক মাস আগেই ভারতে গিয়ে গোলশূন্য ড্র করে আশার আলো দেখিয়েছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় সমালোচনার মুখে পড়েন কোচ কাবরেরা। বিশেষ করে তার দল নির্বাচন ও কৌশলগত সিদ্ধান্ত নিয়ে। 

প্রতিপক্ষ হংকং চায়না পরিচিত তাদের সংগঠিত রক্ষণভাগ, দ্রুত পাল্টা আক্রমণ এবং শারীরিক শক্তির লড়াইয়ে দৃঢ়তার জন্য। দলটিতে যুক্ত রয়েছেন বিভিন্ন দেশের নাগরিকত্ব পাওয়া খেলোয়াড়— ব্রাজিল, স্পেন, ক্যামেরুন, নাইজেরিয়া, ফ্রান্স, জাপান ও স্কটল্যান্ড। যা তাদের আরও শক্তিশালী করেছে। গত ১০ ম্যাচে বাংলাদেশকে নিয়ে কাবরেরার জয় তিনটি, দুটি ড্র ও হার পাঁচটি। 

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট