চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

আফগানদের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ
ফাইল ছবি

আফগানদের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

৮ অক্টোবর, ২০২৫ | ১২:৪৫ অপরাহ্ণ

এশিয়া কাপের পর তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ, টানা চার টি-২০ ম্যাচে আফগানদের হারিয়েছে বাংলাদেশ। স্বভাবতই আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই আজ একই প্রতিপক্ষের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ। টি-২০ সিরিজ শারজাতে হলেও ৫০ ওভারের ক্রিকেটের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

 

আজ প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ অক্টোবর। প্রতিটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। আফগানরা তাদের সর্বশেষ ওয়ানডে ম্যাচটি খেলেছিল ৮ মাস পূর্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, ম্যাচটি ছিল পরিত্যক্ত। চলতি বছর আফগানরা যেখানে দুটি মাত্র ওয়ানডে খেলেছে সেখানে বাংলাদেশ দল খেলেছে ৫টি ম্যাচ। এই ৫ ম্যাচের চারটিতে বাংলাদেশ হার মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও নিউজিল্যান্ড এবং দ্বি-পাক্ষিক সিরিজে শ্রীলঙ্কার মাটিতে ২টি।

 

৫ জুলাই চলতি বছরের একমাত্র জয়ের পর ৮ জুলাই শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের ম্যাচটি শেষে আজ নিজেদের ওডিআই ইতিহাসে ৪৫০তম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। এর মধ্যে আফগানদের সাথে ১৯ দ্বৈরথে টাইগারদের হাসি ১১ বার। ৮ বার হারের যন্ত্রণা নিয়ে ফিরতে হয়েছিল বাংলাদেশকে। দু’দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০০৪ সালের ১১ নভেম্বর, বাংলাদেশের ৮ উইকেটে ২৪৪ রানের জবাবে আফগানরা ৫ উইকেটে ২৪৬ রান তুলে জয় নিয়ে ফিরে। ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ৯৮ রান করে রান-আউট হয়েছিলেন।

 

জুলাইতে যে স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল টাইগাররা আজ থেকে আফগানদের বিরুদ্ধে শুরু হতে যাওয়া সিরিজেও প্রায় একই স্কোয়াডই থাকছে। ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের প্রথম এসাইন্টমেন্টে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবার অন্তত মিরাজ সিরিজ জিততে চাইবেন যেকোন মূল্যে। অবশ্য টি-২০ সিরিজে ধবল ধোলাই হওয়ার পর আফগান ওয়ানডে অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদী চাইবেন ফলাফল নিজেদের অনুকূলে নিয়ে যেতে।

 

এদিকে মেহেদী মিরাজ ইনজুরির কারণে দলে পাচ্ছেন না লিটন দাসকে। পরিবর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে ছন্দে থাকা সাইফ হাসান রয়েছেন বিকল্প হিসেবে। লিটনের পরিবর্তে আজ সাইফ হাসানকে দেখতে না পাওয়ার কোন কারণ নেই। তবে নাজমুল হোসেন শান্ত থাকায়, সাইফকে কোথায় খেলানো হবে, তা নিয়ে সংশয় সৃষ্টি হতে পারে।

 

এছাড়া বোলিং আক্রমণেও খুব বেশি পরিবর্তন হয়ত বাংলাদেশ করাতে চাইবে না। যেহেতু প্রতিপক্ষ আফগানিস্তান, সেহেতু তানভীর ইসলামকে দেওয়া হতে পারে একমাত্র বা-হাতি স্পিনারের দায়িত্ব। এছাড়া পেস ইউনিটে আজ তাসকিন আহমেদ খেলবেন, তার সাথে হাসান মাহমুদকেও দেখা যেতে পারে একাদশে, কিংবা নাহিদ রানাও পেতে পারেন সুযোগ। শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব সিরিজের দু’টো টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তাদেরকে প্রথম ওয়ানডের একাদশে না দেখতে পারার সম্ভাবনা প্রবল। অন্যদিকে শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজুর রহমান ছিলেন বিশ্রামে। তিনিও আজ একাদশে থাকতে পারেন।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট