
সুপার ফোরে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছে ভারত। জবাবে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে।
বাংলাদেশ ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৫ রান করেছে। ক্রিজে থাকা সাইফ ২৯ বলে ৪০ রান করেছেন। তার সঙ্গী জাকের আলী। এর আগে পারভেজ ইমন ২১ রানে আউট হয়েছেন। তামিম ১ রানে সাজঘরে ফিরেছেন। তাওহীদ হৃদয় ৭ ও শামীম হোসেন শূন্য রানে আউট হয়েছেন।
এর আগে ভারতের হয়ে ওপেনার গিল ১৯ বলে দুই চার ও এক ছক্কায় ২৯ করেন। রিশাদের পরের ওবারে শিভাম দুবে ২ রানে আউট হন। এরপর ঝড় তোলা অভিষেক শর্মা রান আটকে কাটা পড়েন। তিনি ৩৭ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস কেলেন। ছয়টি চার ও পাঁচটি ছক্কা তোলেন।
পরেই সূর্যকুমার যাদবকে (৫) ফিরিয়ে মুস্তাফিজ ভারতের রানের লাগাম ধরেন। ১২ ওভারে ১১৪ রানে ৪ উইকেট হয়ে যায় ভারত। ১২৯ রানে ৫ উইকেট হারানো ভারত স্লগে আর উইকেট হারায়নি। হার্ডিক পান্ডিয়া বাউন্ডারি হাঁকিয়ে রান এগিয়ে নিলেও পারেননি অক্ষর প্যাটেল। পান্ডিয়া ২৯ বলে ৩৮ রান করে শেষ বলে আউট হন। তিনটি চার ও একটি ছক্কা মারেন তিনি। অক্ষর ১৫ বলে ১০ রান নিতে পারেন।
এর আগে ভারতের হয়ে ওপেনার গিল ১৯ বলে দুই চার ও এক ছক্কায় ২৯ করেন। রিশাদের পরের ওবারে শিভাম দুবে ২ রানে আউট হন। এরপর ঝড় তোলা অভিষেক শর্মা রান আটকে কাটা পড়েন। তিনি ৩৭ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস কেলেন। ছয়টি চার ও পাঁচটি ছক্কা তোলেন।
পরেই সূর্যকুমার যাদবকে (৫) ফিরিয়ে মুস্তাফিজ ভারতের রানের লাগাম ধরেন। ১২ ওভারে ১১৪ রানে ৪ উইকেট হয়ে যায় ভারত। ১২৯ রানে ৫ উইকেট হারানো ভারত স্লগে আর উইকেট হারায়নি। হার্ডিক পান্ডিয়া বাউন্ডারি হাঁকিয়ে রান এগিয়ে নিলেও পারেননি অক্ষর প্যাটেল। পান্ডিয়া ২৯ বলে ৩৮ রান করে শেষ বলে আউট হন। তিনটি চার ও একটি ছক্কা মারেন তিনি। অক্ষর ১৫ বলে ১০ রান নিতে পারেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ