চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ
ফাইল ছবি

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৫৯ পূর্বাহ্ণ

সিলেটে প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রেখে আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস চ্যানেল।

 

নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজ এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ। সিরিজের প্রথম ম্যাচে প্রস্তুতিটা বেশ ভাল হয়েছে টাইগারদের। তিন বিভাগেই নেদারল্যান্ডসের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে তারা। পারফরমেন্সের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ।

 

গতকাল সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আসন্ন এশিয়া কাপেও আমাদের ভালো খেলতে হবে, সেটা আমরা জানি। আমার মনে হয় যে এটা প্রতিনিয়ত উন্নতির একটা জায়গা। যেখানে আমরা প্রতিদিন আসলে কিছু না কিছু উন্নতি করতে পারি। একটা ভালো টিম হওয়ার জন্য আমাদের যা যা করা দরকার, আমরা চেষ্টা করছি সেটাই করার জন্য।

 

তিনি আরও বলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব বেশি ফাঁকা সময় না থাকায় ছেলেদের পারফরম্যান্স, স্কিল ডেভেলপ করার আসলে সুযোগ পাই না। এবার যেহেতু পেয়েছি, এটা আমাদের জন্য ভালো দিক হবে।

 

এদিকে প্রথম ম্যাচ হারলেও এখনো ২-১ ব্যবধানে সিরিজ জিততে চায় নেদারল্যান্ডস। দলটির ডানহাতি ব্যাটার নোয়া ক্রোসের বিশ্বাস, পরের দুই ম্যাচে আরও ভালো করতে পারবেন তারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে খুব বেশি প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি ডাচরা। তিন ঘণ্টার একটা সেশন করেই বাংলাদেশের বিপক্ষে খেলতে হয়েছে তাদের। ডাচ ব্যাটাররা যে সিলেটের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেননি সেটি স্পষ্ট দেখা গেছে প্রথম ম্যাচে।

 

ক্রোস বলেন, ব্যাটিং ইউনিট হিসেবে আমরা একটা পরিকল্পনা নিয়ে এসেছিলাম। কিন্তু এটা ভালোভাবে বাস্তবায়ন করতে হবে। আজকের (কাল) অনুশীলনে আমাদের পরিকল্পনা ও স্কিল নিয়ে কাজ করার দারুণ একটা সুযোগ পেয়েছি। আমি নিশ্চিত, পরের দুই ম্যাচে আমরা ভালো পারফরম্যান্স করতে পারব। আমাদের ২-১ ব্যবধানে সিরিজ না জেতার কোনো কারণও নেই। এমন নয় যে এটা অসম্ভব।

 

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। সিরিজে টিকে থাকার জন্য একাদশে পরিবর্তন আনতে পারে নেদারল্যান্ডস।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট