চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ক্রিকেটার খুঁজে বের করতে আঞ্চলিক ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ:বিসিবি সভাপতি

চট্টগ্রামে শুরু হল বিসিবি আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২৫ | ৬:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামে প্রথমবারের মতো জেলা ও উপজেলার নতুন প্রতিভাবান ক্রিকেটার খুঁজে আনার উদ্দেশ্যে আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় তিনি বলেন, নতুন ক্রিকেটার খুঁজে বের করতে আঞ্চলিক ক্রিকেটের কোনো বিকল্প নেই। আগামী দিনের তামিম, সাকিব, মুশফিক কিংবা রিয়াদ সবাই স্কুলের মাঠেই লুকিয়ে আছে। আমাদের দায়িত্ব হলো, সেই প্রতিভাগুলোকে খুঁজে বের করে সঠিকভাবে গড়ে তোলা। স্কুল ক্রিকেট অনেকদিন ধরেই হচ্ছে, তবে এবার আমরা নতুন উদ্যোগে সেটিকে আরও শক্তিশালী করব। শুধু ক্রিকেটার নয়, দেশজুড়ে ক্রিকেটভক্তও তৈরি হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিবির সিনিয়র সহ-সভাপতি নাজমুল আবেদিন ফাহিম, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও বিসিবির পরিচালক আকরাম খান, এশিয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ পরিচালক সাকিফ আহমেদ সালাম এবং বিসিবি পরিচালক মনজুর আলম।
চট্টগ্রামের এই আসরে ‘এ’ গ্রুপে খেলছে ফর্টিস রাঙামাটি, ক্লিফটন খাগড়াছড়ি, এশিয়ান চট্টগ্রাম, ইস্পাহানি চট্টগ্রাম ও এবি ব্যাংক চাঁদপুর। ‘বি’ গ্রুপে রয়েছে- কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া, ফর্টিস কুমিল্লা, ইস্পাহানি লক্ষ্মীপুর, কন্টিনেন্টাল কক্সবাজার, এবি ব্যাংক নোয়াখালী ও এশিয়ান বান্দরবান।
উদ্বোধনী অনুষ্ঠানে আঞ্চলিক টুর্নামেন্ট নিয়ে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘চট্টগ্রাম বিভাগের জেলাগুলো থেকে নতুন ক্রিকেটার বের করাই আমাদের লক্ষ্য। এখানকার পারফরম্যান্স দেখে ভালো খেলোয়াড়দের চট্টগ্রাম দলের হয়ে এনসিএল টি-টোয়েন্টিতে নেওয়া হবে।’ তিনি আরও যোগ করেন, ‘ক্রিকেটারদের সুযোগ-সুবিধায় কোনো ঘাটতি থাকবে না। জাতীয় লিগে যেরকম ব্যবস্থা থাকে, এই প্রতিযোগিতাতেও সেটিই নিশ্চিত করা হবে।’
টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে একটি করে দল অংশগ্রহণ করছে। প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। মোট ২৭টি খেলায় দলগুলো অংশগ্রহণ করবে। ৮ সেপ্টেম্বর সেরা ৪ দলের মধ্যে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। জয়ী দল পাবে ১ লাখ টাকা। প্রেস বিজ্ঞপ্তি

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট