চট্টগ্রাম বুধবার, ২৬ মার্চ, ২০২৫

জ্ঞান ফিরেছে, কথা বলেছেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক

২৪ মার্চ, ২০২৫ | ৩:৪৬ অপরাহ্ণ

জ্ঞান ফিরেছে তামিম ইকবালের। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন বলেও জানা গেছে। জ্ঞান ফেরার পর তামিম মায়ের সঙ্গে কথা বলেছেন।

প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হার্টে ব্লক ধরা পড়ার পর রিং পরানো হলেও জটিলতা এখনো কাটেনি বলে জানিয়েছেন হাসপাতালটির চিকিৎসা বিষয়ক পরিচালক রাজিব হোসেন।

বিকেএসপির ৩ নম্বর মাঠে সকালে শাইনপুকুরের বিপক্ষে টস করেন মোহামেডানের অধিনায়ক তামিম। এরপর অসুস্থ অনুভব করলে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে হাসপাতালে আনলে ব্লক ধরা পড়ে। কেপিজে স্পেশালাইজড হাসপাতালে কার্ডিওলজিস্ট মনিরুজ্জামান মারুফের তত্ত্বাবধানে তার ব্লক সরানো হয়।

তবে এখনো পুরোপুরি জটিলতা কাটেনি বলে জানান ডা. রাজিব, ‘একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল। স্টেন্ট বসানোর পর তিনি অবজারভেশনে আছেন। ক্রিটিক্যাল কন্ডিশন এখনো কাটেনি, একটু সময় লাগবে।’

 

তবে সবার কাছে দোয়া চেয়ে তামিমকে নিয়ে আশার কথাও শুনিয়েছেন চিকিৎসক, ‘আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে ফিরে আসতে পারবেন।’

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট