চট্টগ্রাম সোমবার, ৩১ মার্চ, ২০২৫

সর্বশেষ:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ বাংলাদেশ-ভারত দ্বৈরথ

স্পোর্টস ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:৫৯ অপরাহ্ণ

আজ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। সাম্প্রতিক সময়ে ক্রিকেটে উপমহাদেশের এই দুই দলের লড়াই যেন এক অন্যরকম উত্তেজনার সৃষ্টি করে। টি-২০ বিশ্বকাপ হোক বা নিদহাস ট্রফির ফাইনাল, বহু রুদ্ধশ্বাস ম্যাচ উপহার দিয়েছে দু’দল। আজও দুই দলের এক জমজমাট দ্বৈরথের অপেক্ষায় সমর্থকরা। দুবাই আর্ন্তজাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল তিনটায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি ও টি-স্পোর্টস।

 

ভারতের সাথে ম্যাচকে সামনে রেখে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, জয় দিয়ে শুরু করতে পারলে আত্মবিশ্বাস পাওয়া যায়। তাই স্বাভাবিকভাবেই দলের প্রধান লক্ষ্য হলো- জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। এ জন্য আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।

 

২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকে ওয়ানডে ফরম্যাটে পারফরমেন্সের অবনতি হলেও এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্য বাংলাদেশের। গত ওয়ানডে বিশ্বকাপের পর ১২টি ওয়ানডে খেলে মাত্র ৪টিতে জিতেছে টাইগাররা। তবে ভারতের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড আত্মবিশ্বাসী করছে শান্তকে। ভারতের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে টাইগাররা। পাশাপাশি ভারতের বিপক্ষে খেলতে নামলে বাংলাদেশ শিবির যে, সবসময়ই উজ্জীবিত থাকে এটিও কোন গোপন বিষয় নয়।

 

শান্ত বলেন, সাম্প্রতিক সময় আমরা (ভারতের বিপক্ষে) কয়েকটি ম্যাচ জিতেছি। গত বছর ভারতের বিপক্ষে ঘরের মাঠে আমাদের কিছু ভালো স্মৃতি হয়েছে।

 

তিনি আরও বলেন, কিন্তু সেটা এখন অতীত। আমি মনে করি এই ম্যাচে আমরা ভালো খেলতে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমাদের জন্য ভালো ম্যাচ হবে।

 

সব মিলিয়ে বাংলাদেশ এবং ভারত এ পর্যন্ত ৪১টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত ৩২টিতে এবং বাংলাদেশ ৮টিতে জিতেছে। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। কিন্তু আইসিসি ইভেন্টে মাত্র একবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আর কখনও তাদের হারাতে পারেনি টাইগাররা।

 

এদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ বাংলাদেশ হওয়াটা ভারতের জন্য পয়মন্ত বললেন বিরাট কোহলি। গতকাল ভারতীয় এই ব্যাটসম্যান বলেন, এর আগে দুইবার আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে আমরা প্রথম ম্যাচ খেলেছি। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুইবারই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তাই তাদের বিপক্ষে শুরু হলে সেই টুর্নামেন্ট আমাদের ভালো যায়। এবারও আশা করছি সেটাই হবে।

 

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ৯ মাসের মাথায় আরও একটি আইসিসি টুর্নামেন্ট জয়ের সুযোগ ভারতের সামনে। সেই সুযোগটাই কাজে লাগাতে চান কোহলি, টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা যে চাপ নিয়ে খেলেছি, এখানেও সেভাবেই খেলতে চাই। কারণ, দুটি টুর্নামেন্টই খুব ছোট। শুরু থেকেই জিততে হবে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট