চট্টগ্রাম বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

ওটিএ সুপার লিগে চ্যাম্পিয়ন ট্রাভেল জোন

অনলাইন ডেস্ক

৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:০২ অপরাহ্ণ

চিটাগাং ওটিএ ক্লাব আয়োজিত ওটিএ সুপার লিগ-২০২৫ ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপ্তি হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) নগরীর হালিশহর দ্যা গ্রিন ফিল্ড মাঠে অনুষ্ঠিত ফাইনালে ট্রাভেল বার্ডকে হারিয়ে ট্রাভেল জোন চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

 

দুইদিনব্যাপী (৭-৮ ফেব্রুয়ারি) এই টুর্নামেন্টে ১২টি এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি ও অনলাইন ট্রাভেল এজেন্সির (ওটিএ) দল অংশগ্রহণ করে। নূর এ ফাতেমা হজ্জ কাফেলা এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত ছিল।

 

ফাইনাল খেলায় ট্রাভেল জোন ও ট্রাভেল বার্ড মুখোমুখি হয়। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠে। শেষ পর্যন্ত ট্রাভেল জোন ২-১ গোলে জয়ী হয়। খেলা শেষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়।

 

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন এমি অনলাইন ট্রাভেল এজেন্সির ডিরেক্টর কাজী রফিকুল ইসলাম, শেয়ারট্রিপ বাংলাদেশের সিইও ও ফাউন্ডার কাশেফ রহমান, এয়ার গ্যালাক্সি চট্টগ্রাম স্টেশন ইনচার্জ মোহাম্মদ আসিফ চৌধুরী, এমিরেটস এয়ারলাইন্স চট্টগ্রাম ব্রাঞ্চের ম্যানেজার আনোয়ার এইচ সিদ্দিকি, ফ্লাইহাব বাংলাদেশের জিএম একরামুল ইসলাম, বিডিফেয়ার লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার মনোজিত সেন গুপ্ত, ট্রিভলাভার লিমিটেড চিটাগং ব্রাঞ্চ ডেপুটি ম্যানেজার সুমিত বড়ুয়া, টেকট্রিপ লিমিটেডের চিটাগং ব্রাঞ্চ ম্যানেজার ওয়ালি উল্লাহ, সেবার বাংলাদেশের টেকনিকাল ম্যানেজার মাহবুবুল ইসলাম, সেবার বাংলাদেশের ডেপুটি ম্যানেজার জনাব মনজুর মোরশেদ চৌধুরী, ট্রাভেলপোর্ট বাংলাদেশের চট্টগ্রাম ইনচার্জ জয়নাল আবেদিন জয়, নভোএয়ার চট্টগ্রাম ইনচার্জ ইফতেখারসহ এভিয়েশন ও ট্রাভেল ইন্ডাস্ট্রির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট