চট্টগ্রাম বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

বিপিএলের ফাইনালে শেষ হাসি কার?

স্পোর্টস ডেস্ক

৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:২০ অপরাহ্ণ

৪৬ ম্যাচের ম্যারাথন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র একাদশ আসরের পর্দা নামতে যাচ্ছে আজ। অনেক বিতর্ক ও দুর্দান্ত কিছু ক্রিকেটীয় লড়াইয়ের সাক্ষী হয়ে থাকা আসরের ফাইনালে আজ সন্ধ্যা ৬টায় নামবে চিটাগং কিংস ও ফরচুন বরিশাল। মিরপুরের হোম অব ক্রিকেট থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও জিটিভি।

গত ৩০ ডিসেম্বর পর্দা উঠেছিল বিপিএলের ১১তম আসরের। প্রায় দেড় মাসের জমজমাট লড়াই শেষে ফাইনালের অপেক্ষায় এবারের আসর। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। চলমান আসরের প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা। এতে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের সুযোগ এসেছে তামিম ইকবালের দলের সামনে।

 

শিরোপা নির্ধারণী ম্যাচে তারা পাচ্ছে কোয়ালিফায়ারের প্রতিপক্ষ চিটাগংকেই। প্রথম কোয়ালিফায়ারে হাসতে না পারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে বিপিএলের ফাইনালে উঠেছে চট্টগ্রাম। টানা দুই জয়ে এলিমিনেটরে আসে খুলনা। সেখানেও জয় পায় দলটি। তবে কোয়ালিফায়ারে ইনিংসের শেষ বলে ৪ মেরে জয় তুলে নেয় চট্টগ্রাম। এর আগে ২০১৩ সালে ফাইনালে উঠলেও, রানার্স-আপ হয়েছিলো চট্টগ্রাম।

 

এবারের আসরে তিন সাক্ষাতে দু’বার হারের বিপরিতে একবার বরিশালকে হারের তেতো স্বাদ পাইয়ে দিতে পেরেছিল কিংস। আজও তার পুনরাবৃত্তি ঘটলে বিপিএলে প্রথম শিরোপার স্বাদ যেমন পাওয়া হবে তেমনি তামিম ইকবালদের বিরুদ্ধে বদলা নেয়াও হবে। অন্যদিকে জয়ের পাল্লা বরিশালের দিকে হেলে পড়লে টানা দ্বিতীয় শিরোপা ছুঁয়ে দেখবেন তামিম ইকবাল।

 

আলোচনায় আছে সেরা খেলোয়াড়ের দিকেও। আগের ১০ আসরে চারবারই এই সম্মান জুটে সাকিব আল হাসানের ললাটে। শেষবার এই পুরস্কার জেতেন তামিম ইকবাল। তাদের ছাড়াও বিপিএল সেরা হয়েছেন- মাহমুদউল্লাহ রিয়াদ, আসহার জাইদি, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল ও নাজমুল হোসেন শান্ত। চলমান আসরে তাদের মধ্যে তামিম ছাড়া আর কেউই নেই আলোচনায়।

 

তামিম ইকবাল ধারাবাহিক ভালো করেছেন। ১৩ ম্যাচে ৩৫৯ রান নিয়ে আছেন তালিকার ৭ নম্বরে। তবে রান আরো বাড়িয়ে নিতে ফাইনাল ম্যাচ তো পাচ্ছেনই তিনি! খুলনার মেহেদী মিরাজ। ১৪ ইনিংসে ১৩৩ স্ট্রাইকরেটে ৩৫৫ রান তার। আছেন তামিমের পর দিয়েই। ১৩ উইকেট আছে তার। একই দলের নাইম শেখ। আসরে সর্বোচ্চ ৫১১ রান তার। স্ট্রাইকরেট ১৪৪।

 

এদিকে ফাহিম আশরাফ দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী, সংখ্যা ২০। সেইসাথে ব্যাট হাতে আছে ১০২ রান। চট্টগ্রামের পেসার খালেদ আহমেদ ২০ উইকেট নিয়েছেন। সর্বোচ্চ ২৫ উইকেট নেয়া রাজশাহীর পেসার তাসকিন আহমেদও আলোচনায় রয়েছেন। এখন অপেক্ষার পালা। কে হচ্ছেন সেরা খেলোয়াড়?

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট