পেকুয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা সোমবার (২৭ জানুয়ারি) শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে দুই শক্তিশালী দল মুখোমুখি হয়েছে। সম্মিলিত ফুটবল একাদশ উজানটিয়া মুখোমুখি হয়েছে আরেক শক্তিশালী দল পতেঙ্গা ক্রীড়া চক্রের সাথে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ছফওয়ানুল করিম এতে সভাপতিত্ব করেন। খেলায় প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান।
অতিথি ছিলেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাহমিদুল ইসলাম, ডাক্তার পিয়াল পাল, ডাক্তার মেহেদী হাসান, ডাক্তার জান্নাতুন নুর এনি, ডাক্তার আব্দুর রহিম, ডাক্তার জিয়া উদ্দিন জিয়া, মোরশেদুর রহমান। খেলার সার্বিক তত্ত্বাবধান করেনপেকুয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি জিয়াউদ্দিন অনিক ও সাধারণ সম্পাদক আহসান হাবিব।
এদিকে খেলায় দারুণ নৈপুণ্য দেখিয়ে খেলা শুরুর ১৫ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় সম্মিলিত ফুটবল একাদশ উজানটিয়া। এরপরে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে চট্টগ্রামের পতেঙ্গা ক্রীড়া চক্র। এ সময় মুহুর্মূহু আক্রমণ চালালেও শক্ত প্রতিরোধ গড়ে তোলে সম্মিলিত ফুটবল একাদশ উজানটিয়া। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে অপরিবর্তিত ফলাফলেই সম্পন্ন হয় খেলার প্রথমার্ধ। এভাবে হাজার হাজার দর্শক মাতিয়ে ৯০ মিনিটের খেলা উত্তেজনা পূর্ণ করে তোলে দুই দলই। শেষ পর্যন্ত ফলাফল অপরিবর্তিতই রয়ে যায়।
সম্মিলিত ফুটবল একাদশ ও উজানটিয়ার খেলোয়াড়রা হল গোলরক্ষক সাঈদী, আরিফ, ইউসুফ বাপ্পা, ওবায়দুল্লাহ, আলাসিন, আরাফাত, শামস, সাগর নিশাদ, আব্দুল্লাহ ও সৈনিক। এদিকে, পতেঙ্গা ফুটবল ক্রীড়াচক্রের হয়ে মাঠে নামেন গোলরক্ষক ইমন, মিঠু, অক্ষয়, সজীব, প্রকাশ, ফাহিম, টনি, রিঙ্কু, রোমান, শাহেদ ও বিদেশি খেলোয়াড় ঢুকা। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন সম্মিলিত ফুটবল একাদশ উজানটিয়ার ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় সৈনিক। তার হাতে ম্যান অব দা ম্যাচের পুরস্কার তুলে দেন খেলা পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মো. ছফওয়ানুল করিম। উল্লেখ্য, একই মাঠে আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের তৃতীয় খেলা। এতে মুখোমুখি লড়াই করবে মাতামুহুরী খেলোয়াড় সমিতি চকরিয়া ও লোহাগাড়া ফুটবল একাদশ।