প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনল বাংলাদেশের মেয়েরা। এই জয়ে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখল নিগার সুলতানারা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজকে হারায় ৬০ রানে। শুক্রবার রাতে সিরিজের শেষ ম্যাচে জিতলেই নিউজিল্যান্ডকে পেছনে ফেলে বিশ্বকাপের টিকিট পাবে মেয়েরা।
প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৪৮.৫ ওভারে ১৮৪ রানে অলআউট হয়। এরপর ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ ওভারে ১২৪ রানে অলআউট করে বাংলাদেশ দল মেতে ওঠে জয়ের আনন্দে। নাহিদা আক্তার ৩০ রানে নেন ৩ উইকেট।
উল্লেখ্য, চলতি বছরের আগস্টে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। আট দলের সেই বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে স্বাগতিক ভারতসহ উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ৬ দেশ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ১৮৪ (ফারজানা ১৮, মুর্শিদা ১২, শারমিন ১১, নিগার ৬৮, সোবহানা ২৩, ফাহিমা ৪, স্বর্ণা ২১, রাবেয়া ১, নাহিদা ৯, মারুফা ১*, তৃষ্ণা ০; ডটিন ৬-১-৮-১, ফ্রেজার ৪-০-২৫-১, এলেইন ৫.৫-০-২৪-৩, ফ্লেচার ১০-১-৩৬-১, ম্যাথিউস ১০-০-৪৪-০, রামহারাক ১০-০-৩৩-৪, জেমস ৩-০-১৩-০)।
ওয়েস্ট ইন্ডিজ: ৩৫ ওভারে ১২৪ (ম্যাথিউস ১৬, জোসেফ ৬, ক্যাম্পবেল ২৮, ডটিন ২, গ্লাসগো ৭, এলেইন ১৫, মাংরু ৬, জেমস ১, ফ্লেচার ৭, ফ্রেজার ১৮*, রামহারাক ১৩; মারুফা ৮-০-৩৫-২, তৃষ্ণা ৪-১-১৮-০, নাহিদা ১০-০-৩১-৩, রাবেয়া ৮-০-১৯-২, ফাহিমা ৫-০-১৭-২)।
ফল: বাংলাদেশ ৬০ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজ ১-১ সমতা।
ম্যাচ সেরা: নাহিদা আক্তার।
পূর্বকোণ/ইব