চট্টগ্রাম সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

জাতীয় দলে আর ফিরছেন না তামিম, আফ্রিদিকে জানালেন নিজেই

স্পোর্টস ডেস্ক

৪ জানুয়ারি, ২০২৫ | ২:৩৫ অপরাহ্ণ

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল জাতীয় দলে নেই এক বছরেরও বেশি সময় ধরে। টি-টোয়েন্টিকে বিদায় জানালেও টেস্ট কিংবা ওয়ানডে ক্রিকেট থেকে এখনও আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি টাইগার এই ওপেনার। তবে পাকিস্তানি কিংবদন্তি শহিদ আফ্রিদির এক ভিডিওতে তামিমকে বলতে শোনা যায় তিনি জাতীয় দল থেকে ইতোমধ্যে অবসর নিয়ে ফেলেছেন।

 

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে আফ্রিদি তার ইউটিউব চ্যানেলে একটি ভ্লগে তামিমের সঙ্গে আলাপচারিতার ভিডিও প্রকাশ করেন। বিপিএল খেলতে বাংলাদেশে এসে মোহাম্মদ নবিসহ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সাথে নৈশভোজ করছিলেন আফ্রিদি। সেখানে ছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল, আফ্রিদির জামাতা শাহিন শাহ আফ্রিদিও।

 

রাতের খাবার খাওয়ার সময় আফ্রিদি তামিমের কাছে জানতে চান, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? শেষ?’ পাশে একটি চেয়ারে বসে তামিম তখন ব্যাট নাড়াচাড়া করছিলেন। আফ্রিদির প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘জাতীয় দল থেকে… জাতীয় দলে আর খেলছি না।’

 

আড্ডার মাঝে মজার ছলে তামিমও আফ্রিদিকে রাজনীতিতে আসার বিষয়ে প্রশ্ন করেন। জবাবে পাক কিংবদন্তি রসিকতা করে বলেন, ‘আরে তোমাদের অবস্থা তো দেখছি, আমি (রাজনীতিতে) আসছি না।’ তখন সবাই সমস্বরে হেসে ওঠেন।

 

তামিম বর্তমানে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলায় ব্যস্ত। তার নেতৃত্বে খেলছেন আফগান তারকা মোহাম্মদ নবি ও পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। অন্যদিকে, চিটাগাং কিংসের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে বিপিএলেই আছেন শহিদ আফ্রিদি।

 

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখন পর্যন্ত তামিমের কোন পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়নি। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আপাতত তার পুরো মনোযোগ বিপিএলেই। বিসিবির সঙ্গেও এ বিষয়ে কোন আলোচনা হয়নি।

 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে অনেকেই আশায় বুক বেঁধেছিলেন, শেষবারের মতো যদি তামিমকে দেখা যায় জাতীয় দলে। কেউ কেউ তো তামিমের নেতৃত্বে খেলবে বাংলাদেশ- এই স্বপ্নও দেখছিলেন।

 

কিন্তু শেষ পর্যন্ত সব আশায় গুঁড়েবালি। সাবেক পাক অলরাউন্ডার আফ্রিদির সাথে তামিমের কথোপকথনে এটা স্পষ্ট, ৭০ টেস্ট, ২৪৩ ওয়ানডে ও ৭৮ টি-২০ ম্যাচ খেলা তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার ইতোমধ্যেই শেষ হয়ে গেছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন