চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

‘বাংলাদেশ গ্রুপে থাকায় ভয় পাবে অস্ট্রেলিয়া’

অনলাইন ডেস্ক

১ জানুয়ারি, ২০২৫ | ১১:১৪ অপরাহ্ণ

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে রানার্সআপ বাংলাদেশের পরের মিশন বিশ্বকাপ। এই টুর্নামেন্টের প্রস্তুতি হবে শ্রীলঙ্কায় চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। ম্যাচগুলো খেলতে বৃহস্পতিবার দেশ ছাড়বে বাংলাদেশ। আগের দিন বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজেদের আত্মবিশ্বাসের কথা প্রকাশ করলেন অধিনায়ক সুমাইয়া আক্তার।

 

আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে বাংলাদেশের জায়গা হয়েছে ‘ডি’ গ্রুপে। যেখানে আছে অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। সাদা চোখে অস্ট্রেলিয়াকে বাংলাদেশের চেয়ে শক্তিশালী মনে হওয়া স্বাভাবিক। কিন্তু সুমাইয়া জানিয়ে দিলেন, নিজেদের ভূমিকা পালন করলে যে কোনও কিছু সম্ভব, সেটা অস্ট্রেলিয়াকে হারানোর মতো ব্যাপারও হতে পারে।

 

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আসলে আমরা ওভাবে কিছু ঠিক করিনি। আমরা ম্যাচ ধরে ধরে খেলবো। আমাদের দলটা অনেক ভালো। আমরা যদি আমাদের ভূমিকা পালন করতে পারি… আমি জানি আমার দলের শক্তির জায়গা কী…আমরা যদি শক্তির জায়গা নিয়ে লড়াই করি, ভালো কিছুই হবে।’

 

বাংলাদেশকে গ্রুপে পেয়ে অস্ট্রেলিয়া ভয় পাবে মনে করেন সুমাইয়া, ‘অস্ট্রেলিয়া হোক বা যে-ই হোক, আমরা আমাদের খেলাটা খেলে… আমরা মনে করি না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে… আমার মনে হয়, ওরাই ভয় পাবে যে, বাংলাদেশের গ্রুপে পড়েছে।’আত্মবিশ্বাসী থাকার নেপথ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম আসর। ওইবার গ্রুপে অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার সিক্সে উঠেছিল বাংলাদেশ।
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর শুরু হবে আগামী ১৮ জানুয়ারি মালেয়েশিয়ায়। এর আগে ৩ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত শ্রীলঙ্কায় সিরিজ খেলবে বাংলাদেশ। ১১ জানুয়ারি তারা পা রাখবে মালয়েশিয়াতে।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট