চট্টগ্রাম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বিজয় দিবসে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

পূর্বকোণ ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০২৪ | ১:০৮ অপরাহ্ণ

বিজয় দিবস উদযাপনে মাতোয়ারা দেশ। এরমধ্যে সাজসকালে টাইগারদের রোমাঞ্চকর জয় যেনো দ্বিগুণ করল সেই আনন্দ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে টাইগাররা।

 

সোমবার (১৬ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের সেইন্ট ভিনসেন্টে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৮ রানের জয়ের লক্ষ্য লড়াকু স্কোর তুলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়েন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। শেষ পর্যন্ত ১ বল বাকি থাকতেই ১৪০ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। আর তাতেই ৭ রানের জয় পায় বাংলাদেশ।

 

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে করে বাংলাদেশে। দলের লড়াকু পুঁজিতে সবচেয়ে বেশি অবদান ছিল সৌম্য সরকারের। ৪৩ রানের মারমুখী এক ইনিংস খেলেন বাহাতি এই ওপেনার। এরপর বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন মাহেদী।

 

মাহেদীর অফব্রেকে পথ হারান ওয়েষ্ট ইন্ডিজ শেস পর্যন্ত থামে ১৪০ রানে। লক্ষ্য তাড়ায় মাত্র ৬১ রানে ৭ উইকেট হারায় স্বাগতিকরা। যার ৪টি তুলে নেন মাহেদী। টাইগার স্পিনার শিকার হন- জনসন চার্লস (২০), নিকোলাস পুরান (১), রস্তন চেজ (৭) এবং আন্দ্রে ফ্লেচার (০)। ব্র্যান্ডন কিংকে (১) আউট করেন তাসকিন আহমেদ।

 

ক্যারিবীয়দের ষষ্ঠ উইকেটের পতন ঘটান তানজিম হাসান সাকিব। তিনি মাঠছাড়া করেন গুদাকেশ মোটিকে (৬)। ২ রান করা আকিল হোসেনকে সাজঘরে পাঠান রিশাদ হোসেন। তাতে খাদের কিনারায় ছিটকে যায় উইন্ডিজ। সেখান থেকে দলকে টেনে তুলেন পাওয়েল-রোমারিও শেফার্ড। দুজনের প্রতিরোধে আসে ৬৭ রান। টি-টোয়েন্টিতে অষ্টম উইকেট জুটিতে এটাই সর্বোচ্চ ওয়েস্ট ইন্ডিজের।

 

ইনিংসের ১৮তম ওভারে জুটি ভাঙেন। তাসকিন আহমেদ। ফেরান শেফার্ডকে (২২)। ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য ১০ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের। কঠিন এই সমীকরণ মেলাতে দেননি হাসান মাহমুদ। প্রথম ২ বলে দেন ১ রান। তৃতীয় বলে তুলে নেন পাওয়েলের উইকেট। ৩৫ বলে ৫ চার এবং ৪ ছক্কায় ৬০ রানে থামেন তিনি। পঞ্চম বলে আলজারি জোসেফকে (৯) বোল্ড করে বিজয়োল্লাসে বাংলাদেশকে মাতান হাসান মাহমুদ।

 

এই ম্যাচে পাঁচ ব্যাটারকে স্টাম্পিং করেন লিটন দাস, যা এক টি-টোয়েন্টি ম্যাচে কোনো টাইগার কিপারের সর্বোচ্চ। কীর্তির দিনে ব্যাট হাতে লিটন ছিলেন যথারীতি ব্যর্থ। মারেন গোল্ডেন ডাক। এদিন সৌম্য বাদে দুই অঙ্কের ঘরে পৌছানো অপর তিন টাইগার ব্যাটার হলেন- জাকের আলী (২৭), মাহেদী হাসান (২৬*) এবং শামীম হোসেন (২৭)। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন মাহেদী।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন