চট্টগ্রাম সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

শান্ত-সাকিব-মুশফিককে ছাড়াই ওয়ানডে দল, ফিরলেন আফিফ

স্পোর্টস ডেস্ক

২ ডিসেম্বর, ২০২৪ | ৪:৩৩ অপরাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্ট চলাকালীন সময়েই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে আসন্ন সিরিজে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জায়গা হয়নি।

 

চোটের কারণে ছিটকে গেছেন তাওহীদ হৃদয়ও। তাদের অনুপস্থিতিতে এক বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। এছাড়া ওয়ানডে দলে প্রথমবার সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। নিয়মিত অধিনায়ক শান্ত না থাকায় এই সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

 

সবশেষ গতমাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে নাজমুল হোসেন শান্ত খেলতে না পারায় নেতৃত্বে অভিষেক হয় মিরাজের। এরপর এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজেও ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করছেন এই অলরাউন্ডার।

 

এদিকে, গত কিছুদিনের ঘটনাপ্রবাহে যে ইঙ্গিত মিলছিল, সেটিই শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিলো। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অংশ নেওয়াও এখন চরম অনিশ্চয়তায় পড়ে গেলো। দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ারের সামনেও এখন বড় প্রশ্নবোধক চিহ্ন।

 

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা ওপেনার জাকির হাসান বাদ পড়েছেন। তবে জায়গা ধরে রেখেছেন সেই সিরিজে অভিষেক হওয়া পেসার নাহিদ রানা। প্রায় এক বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন। বাঁহাতি এ ব্যাটিং অলরাউন্ডার সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে।

 

আগামী ৮ ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের সাদা বলের লড়াই। একদিন বিরতি দিয়ে সিরিজের পরের ম্যাচ ১০ ডিসেম্বর। সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচ ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।

 

বাংলাদেশের ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন