চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনার হার, ভেনেজুয়েলায় আটকে গেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৪ | ১২:১৫ অপরাহ্ণ

বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে শুরুতে এগিয়ে গিয়েও প্যারাগুয়ের কাছে ২-১ ব‍্যবধানে হেরেছে আর্জেন্টিনা। আসরে এটি তাদের তৃতীয় হার। ভুলে যাওয়ার মতো এক রাত কেটেছে ব্রাজিলেরও। ভেনেজুয়েলার মাঠে খেলতে গিয়ে ১-১ ব‍্যবধানে ড্র নিয়ে ফিরেছে দরিভাল জুনিয়রের দল।

 

শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে প্যারাগুয়ের মাঠে খেলতে নেমে জালের দেখা পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। ম্যাচের ১১তম মিনিটে এনজো ফার্নান্দেসের থ্রু পাস ধরে লেগে থাকা ডিফেন্ডারকে পেছনে ফেলে আড়াআড়ি শটে বল জালে জড়ান লাউতারো।

 

শুরুতে পাওয়া লিড মাত্র ৮ মিনিট ধরে রাখতে পেরেছে আর্জেন্টিনা। ১৯তম মিনিটে গুস্তাভো গোমেসের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এ যাত্রায় আলবিসেলেস্তেদের ভাগ্য সহায় হলেও ছাড় দেননি সানাব্রিয়া। বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে গুস্তাফো ভেলাসকেসের ক্রসে বাইসাইকেল কিকে জাল খুঁজে পান তিনি। তাতে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

 

বিরতি থেকে ফিরেই ম্যাচে এগিয়ে যায় প্যারাগুয়ে। ৪৭তম মিনিটে গোমেসের ফ্রি কিকে ছুটে গিয়ে আলদেরেতে ডাইভিং হেডে বল জালে জড়ান। ম্যাচে পিছিয়ে পড়ার পর বল দখলেও পিছিয়ে যায় আর্জেন্টিনা। চাপে থাকা মেসিদের তখন আরও চেপে ধরে প্যারাগুয়ে। তাতে আর ম্যাচে ফেরা হয়নি মেসিদের।

 

এদিকে, ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে পারলো না ব্রাজিল। শেষদিকে প্রতিপক্ষের একজন খেলোয়াড় কম পেয়েও সুযোগ কাজে লাগাতে পারলো না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যে আবার দলকে পেনাল্টি মিসের হতাশায়ও ডুবিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতের ম্যাচে ৪৩ মিনিটে ফ্রি কিক থেকে রাফিনহার চোখ ধাঁধানো গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। কিন্তু বেশিক্ষণ এই লিড ধরে রাখতে পারেনি। বদলি নামা মিডফিল্ডার তেলাসকো সাগাভিয়া দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই বক্সের মাথা থেকে জোরালো শটে করা গোলে সমতায় ফেরান স্বাগতিকদের।

 

ব্রাজিল এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ৬৩ মিনিটে। ভেনেজুয়েলার বক্সে গোলকিপার রাফায়েল রোমোর ফাউলের শিকার হন ভিনিসিয়ুস। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি ভিনিসিয়ুস।

 

শেষদিকে ১০ জনের দলে পরিণত হয়েছিল ভেনেজুয়েলা। বদলি নামা ডিফেন্ডার আলেক্সান্দার গঞ্জালেস ৮৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। কিন্তু এরপর প্রায় ১০ মিনিট খেলা চললেও ১০ জনের দলকে হারাতে পারেনি ব্রাজিল।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন