চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

১১ তম বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ, আসছে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

১২ নভেম্বর, ২০২৪ | ৭:৫০ অপরাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় টুর্নামেন্টের সূচি জানানো হয়েছে ।

 

৩০ ডিসেম্বর শুরু হবে ফ্র্যাঞ্চাইভিত্তিক টি-টুয়েন্টি টুর্নামেন্টটি। প্রায় দেড় মাসব্যাপী টুর্নামেন্ট শেষ হবে পরের বছরের ৭ ফেব্রুয়ারি। এবারের বিপিএলের ৭টি দল হল— ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

 

ফরচুন বরিশাল ও দূরবান রাজশাহী দিয়ে শুরু হবে আসরের প্রথম ম্যাচ।

 

আগের দশটি আসরের চেয়ে এবার ভালোমানের বিপিএল উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় জানিয়েছেন এমন কথাই। 

 

এ ছাড়া টিকেটিং ব্যবস্থা হবে পুরোপুরি ডিজিটাল, গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা করা হবে, স্টেডিয়াম পরিচ্ছন্ন রাখার জন্য থাকবে বিশেষ কর্মসূচি। শুরু থেকেই থাকবে ডিআরএস, উন্নতমানের ব্রডকাস্ট, বিদেশি আম্পায়ার ও জনপ্রিয় ধারাভাষ্যকার। বিপিএল শুরু হবে ঢাকা থেকে এরপর সিলেট, চট্টগ্রাম হয়ে শেষপর্ব ঢাকাতেই।

 

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন