চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

১১ নভেম্বর, ২০২৪ | ৩:৫৭ অপরাহ্ণ

হার দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতায় ফেরে টাইগাররা। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। এমন ম্যাচে প্রথমে ব্যাট করবে বাংলাদেশ।

 

সোমবার (১১ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা।

 

ইনজুরির কারণে এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাকে পাওয়া যাবে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন জাকির হাসান।

 

এছাড়া একাদশে নেই তাসকিন আহমেদ। তাকে দেওয়া হয়েছে বিশ্রাম। তাসকিনের পরিবর্তে পেসার নাহিদ রানার ওয়ানডে অভিষেক হয়েছে সিরিজের শেষ এই ম্যাচ দিয়ে।

 

এর আগে বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নাসুম আহমেদকে দলে নেয়। ম্যাচের চিত্র বদলে দেন তিনি। ভিসা জটিলতায় সংযুক্ত আরব আমিরাতে যেতে না পারায় প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে পারেননি তিনি।

 

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ তামিম, জাকির হাসান, মেহেদী মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

 

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, সাদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ গজনফর, নাঙ্গিয়ালি করোটি, ফখর জামান।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন