ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধারাবাহিকতা ব্যর্থতার পর আফগানদের বিপক্ষেও শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। তবে প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। শারজায় তুলে নেয় প্রথম জয়। ছন্দে ফেরার ইঙ্গিত দেওয়া বাংলাদেশের চোখ এখন সিরিজ জয়ে।
আজ বিকাল ৪টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম দুই ম্যাচ শেষে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। সিরিজের প্রথম ম্যাচে ৯২ রানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং-বোলিং নৈপুণ্যে ৬৮ রানের জয়ে সিরিজে সমতা আনে সফরকারীরা। ফলে সিরিজ নিশ্চিত করতে হলে তৃতীয় ওয়ানডেতেও দায়িত্ব নিতে হবে ক্রিকেটারদের।
বাংলাদেশের জন্য স্বস্তির খবর দ্বিতীয় ওয়ানডেতে দলে সুযোগ পেয়েই ঝলক দেখিয়েছেন স্পিনার নাসুম আহমেদ। তৃতীয় ম্যাচেও তাই নাসুমের কাছ থেকে সেরাটাই চাইবে দল। দ্বিতীয় ম্যাচে হারলেও আফগানিস্তানকে খাটো করে দেখার ভুল নিশ্চয়ই করবে না বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে দলটির স্পিনাররা বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে রীতিমত ধসিয়ে দিয়েছিল। তাই স্পিনারদের সামলানোই হবে কঠিন চ্যালেঞ্জ।
সিরিজ নির্ধারণী ম্যাচটি বাংলাদেশের জন্য একটি মাইলফলকেরও ম্যাচ। আফগানদের হারালে আন্তর্জাতিক ক্রিকেটে নবম দল হিসেবে ২৫০ ম্যাচ জয়ের কীর্তি গড়বে। এই ম্যাচে বাংলাদেশ দলের একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম।
পূর্বকোণ/ইব