চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

বড় ব্যবধানে হারের পর বড় ব্যবধানে জয় পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

৯ নভেম্বর, ২০২৪ | ১১:৫২ অপরাহ্ণ

হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। সিরিজ বাঁচিয়ে রাখেত দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। এমন ম্যাচে আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা আনলো নাজমুল হোসেন শান্তর দল।

 

শনিবার (৯ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে অধিনায়ক শান্তর ফিফটির সঙ্গে জাকের আলির দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে বাংলাদেশ।

 

শান্ত ১১৯ বলে ৭৬ রান করেন। এছাড়া জাকের আলি ২৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের পক্ষে নাঙ্গেলিয়া খারোতে নেন ৩টি উইকেট।

 

২৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। দলীয় ১৮ রানে ৮ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান গুরবাজ। তাকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ।

 

এরপর ক্রিজে আসা রহমত শাহকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সেদিকউল্লাহ অটল। ৫২ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৭০ রানে ৫১ বলে ৩৯ রান করে আউট হন সেদিকউল্লাহ।

 

এরপর ক্রিজে আসা অধিনায়ক হাশ্মতুল্লাহ শাহীদিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন রহমত। ৪৮ রানের জুটি গড়েন তারা। ফিফটি তুলে নেন রহমত।

 

দলীয় ১১৮ থেকে ১১৯ রানের মধ্যে আফগানদের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে বাংলাদেশ। শাহীদি ৪০ বলে ১৭, রহমত ৭৬ বলে ৫২ ও আজমতুল্লাহ ওমরজাই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।

 

মোহাম্মদ নবিকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন গুলাবদিন নায়ব। তবে দলীয় ১৬৩ রানে ২৫ বলে ২৬ রান করে আউট হন তিনি। নায়বের বিদায়ের পর পরই ২১ বলে ১৭ রানে করে ফিরে যান নবি।

 

এরপর রশিদ খান লড়াই করার চেষ্টা করেন। তবে দ্রুতই আরও ৩ উইকেট হারিয়ে ৪৩ ওভারে ৩ বলে ১৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ নেন ৩টি উইকেট। এছাড়া মিরাজ ও মোস্তাফিজ নেন ২টি করে উইকেট।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন