চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা দিলেন ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক

৭ নভেম্বর, ২০২৪ | ৪:৪৪ অপরাহ্ণ

অবশেষে দ্বিতীয়বারের মত মার্কিন মসনদ জিতে নিলেন রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প। আগে থেকেই এই জয়ে আত্মবিশ্বাসী ট্রাম্প। ফলাফল ঘোষণার শুরু থেকে ছিলেন হাস্যোজ্জ্বল। ফ্লোরিডাতে ভোট দিয়ে বলেছিলেন, তার কাছাকাছি ভোটও কেউ পাবে না। সেটি প্রমাণ হলো ফলাফলে। এতে, দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউস নিশ্চিত করেছেন ট্রাম্প।

 

ট্রাম্পের এই বিজয়ে ইতোমধ্যে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই। এর মধ্যে আছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান বুধবার (৬ নভেম্বর) নিজের অফিসিয়াল ইন্সটাগ্রামে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন। সেখানে ইনফান্তিনো লেখেন, ‘অভিনন্দন জনাব প্রেসিডেন্ট।’

 

ফিফার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্ব অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। ২০২৬ ফুটবল বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। যার অধিকাংশ ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। তাছাড়া, বিশাল কলেবরে ক্লাব বিশ্বকাপও অনুষ্ঠিত হবে মার্কিন মুলুকে। নিজের পোস্টে অভিনন্দন জানানোর পাশাপাশি সেটিও তুলে ধরেন ফিফা সভাপতি।

 

ইনফান্তিনো বলেন, সামনে যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপ আছে। যুক্তরাষ্ট্রে দুর্দান্ত কিছুই হবে। ফুটবল পুরো বিশ্বকে একতাবদ্ধ করেছে।

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন