চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

আফগানিস্তানের কাছে ৯২ রানে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

৬ নভেম্বর, ২০২৪ | ১১:১৪ অপরাহ্ণ

আফগানিস্তানের কাছে ৯২ রানে হারল বাংলাদেশ। 

 

১২০ রানে ২ উইকেট। সেখান থেকে ১৪৩ রানে অলআউট। কি বলবেন একে? খাঁড়া পাহাড় থেকে পড়ে যাওয়া! ঠিক যেন তাই হলো বাংলাদেশের ইনিংসে। আর তাতেই স্বপ্নের মৃত্যু। তাতেই বড় হার। আফগানিস্তানের ২৩৫ রানের জবাবে বাংলাদেশ গুটিয়ে গেল মাত্র ১৪৩ রানে। ম্যাচ হারল ৯২ রানে।

 

শারজায় এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল আফগানিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচ ৯ নভেম্বর, একই মাঠে।

 

স্কোর: বাংলাদেশ ৩৪.৩ ওভারে ১৪৩/১০ (মোস্তাফিজ ৩*, শরিফুল ১, হৃদয় ১১, তাসকিন ০, রিশাদ ১, মুশফিক ১, মাহমুদউল্লাহ ২, মিরাজ ২৮, শান্ত ৪৭, সৌম্য ৩৩, তানজিদ ৩)

 

আফগানিস্তান ৪৯.৪ ওভারে ২৩৫/১০ (খারোটে ২৭*; খারোটে ০, গজনফর ০, নবী ৮৪, রশিদ ১০, হাশমতউল্লাহ ৫২, গুলবাদিন ২২, গুরবাজ ৫, রহমত ২, সেদিকুল্লাহ ২১, আজমতউল্লাহ ০)

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন