চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

১৫৯ রানে অলআউট হয়ে ফলোঅনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

৩১ অক্টোবর, ২০২৪ | ১:৫১ অপরাহ্ণ

সম্ভাবনা ছিলো সর্বনিম্ন রানে অলআউট হওয়ার। কিন্তু মুমিনুল হক ও তাইজুল ইসলামের নবম উইকেটে দুইজন গড়েন ১০৩ রানের জুটিতে সেই শঙ্কা কেটে যায়।

 

তবে আক্ষেপ রয়ে গেল মুমিনুলের; সেঞ্চুরির আগেই বিদায় নেন তিনি। তাইজুল অবশ্য লড়ে যান শেষ পর্যন্ত। তবে দলীয় সংগ্রহ হয়নি খুব বেশি। ১৫৯ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ল বাংলাদেশ।

 

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণ আফ্রিকা। এই সময়ে বোলাররা উইকেট থেকে বাড়তি কোনো সুবিধা পাননি। হাসান মাহমুদ-মেহেদি মিরাজদের বিপক্ষে ‘ওয়ানডে স্টাইলে’ ব্যাটিং করেছে প্রোটিয়ারা। অথচ একই উইকেটে তাসের ঘরের মতো ভেঙে গেছে বাংলাদেশ ব্যাটিং অর্ডার। এক মুমিনুল হক ছাড়া আর কেউই নূন্যতম প্রতিরোধও করতে পারেননি।

 

নিজেদের প্রথম ইনিংসে ৪৫ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫৯ রান করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখনও ৪১৬ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। ফলোঅনে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামছে বাংলাদেশ।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন