চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

৮ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

৩১ অক্টোবর, ২০২৪ | ১১:৫৩ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার বিশাল রানের পাহাড়ের বিপরীতে ব্যাট করতে নেমে গতকাল ৪ উইকেট খুঁইয়েছেন বাংলাদেশ। আর তৃতীয় দিনের শুরুতে এই তালিকা হয় আরও লম্বা। কাগিসো রাবাদার দারুণ বোলিংয়ে এদিন ১০ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।

 

৩৮ রানে ৪ উইকেট হারিয়ে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশের হয়ে ফের ব্যর্থ হন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। রাবাদার আউটসাইড অফের বল শান্তর ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেরক্ষক ভেরেইনার হাতে। স্রেফ ৯ রানে সাজঘরে ফেরেন বাংলাদেশি অধিনায়ক।

 

সাতে নামা মুশফিকুর রহিম কেবল খেলতে পারেন দুই বল। ড্যান পিটারসনের বল স্কয়ার লেগে টনি ডি জর্জির হাতে ক্যাচ তুলে তিনি বিদায় নেন শূন্য রানে। পরের ওভারের প্রথম বলে রাবাদার ডেলিভারি ভেরেইনার হাতে তুলে ১ রানে বিদায় নেন মেহেদি হাসান মিরাজ। তৃতীয় বলে এলবিডব্লিউ হয়ে শূন্য রানে উইকেট হারান অভিষেক হওয়া মাহিদুল ইসলাম অঙ্কন।

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে ৮ উইকেটে ১২১ রান করেছে বাংলাদেশ। ক্রিজে ৬১ রানে অপরাজিত আছেন মুমিনুল হক। অপরপ্রান্তে ১৭ রান নিয়ে ব্যাট করছেন তাইজুল ইসলাম।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট