চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

তাইজুলের তিন উইকেট

স্পোর্টস ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৪ | ১১:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে তাইজুল ইসলাম তিন ওভারে তিন উইকেট তুলে নেয়ায় ম্যাচে ফিরেছেন বাংলাদেশ। সর্বশেষ গত টেস্টের সেঞ্চুরিয়ান কাইল ভেরেইনাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন। তাতে আরও একবার ৫ উইকেটের স্বাদ পেলেন তাইজুল। সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেট নিয়েছিলেন এই স্পিনার।

 

দ্বিতীয় দিনে আজ শুরু থেকেই ফ্রন্টফুটে ছিলেন দুই দক্ষিণ আফ্রিকান ব্যাটার টনি ডি জর্জি আর ডেভিড বেডিংহ্যাম। রান উঠছিল দ্রুত গতিতে।

 

প্রথম এক ঘণ্টায় বাংলাদেশ উইকেটের দেখা পায়নি। শেষমেশ সে সাফল্যটা এল তাইজুল ইসলামের হাত ধরে। তাইজুলের করা মিডল–লেগ স্টাম্প বরাবর করা বলটি প্যাডে লাগে এই ওপেনারের। আম্পায়ারও আবেদনে সাড়া দেন। ডি জর্জি রিভিউ নিয়েছিলেন। কাজে লাগেনি। তাতে তাইজুল পেয়েছেন চতুর্থ উইকেট। তার বলে বোল্ড হন ৫৯ রান করা ডেভিড বেডিংহ্যাম।

 

গতকাল বিকেল থেকেই তিনি ছিলেন মারমুখি মেজাজে। আজ সকালেও তা বদলায়নি। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তিনি তুলে নেন আজ সকালে। তিনি যে উইকেটটা খোয়ালেন, সেটাও তুলে মারতে গিয়ে বলের লাইন মিস করেই।

 

তাইজুল এরপর ডি জর্জিকেও ফিরিয়েছেন। তাইজুলকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন ডি জর্জি। তার ইনিংস শেষ হয় ১৭৭ রানে।

 

আগের ইনিংসের সেঞ্চুরিয়ান কাইল ভেরেইনাকে এরপর ফেরান তাইজুল, তিনিও এলবিডব্লিউর ফাঁদেই পড়লেন। ফিরলেন রানের খাতা খোলার আগে। ডি জর্জির মতো তিনিও রিভিউ করেন আম্পায়ারের সিদ্ধান্ত। তাতে সফল হননি কেউই, উল্টো রিভিউ গচ্চা যায় দক্ষিণ আফ্রিকার।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট