চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

জোড়া সেঞ্চুরিতে চালকের আসনে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক

২৯ অক্টোবর, ২০২৪ | ৭:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে শেষে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। পুরো তিন সেশনে মাত্র দুই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে সেঞ্চুরি তুলে নিয়েছেন দুই প্রোটিয়া ব্যাটার টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। এই দুই ব্যাটারের সেঞ্চুরিতে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করেন প্রথম দিন শেষ করেছে সফরকারীরা।

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই প্রোটিয়া ওপেনার মার্করাম ও টনি ডি জর্জি। টাইগার বোলারদের কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন তারা। ৬৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

 

ইনিংসের ১৮তম ওভারে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। ৫৫ বলে ৩৩ রান করা মার্করামকে সাজঘরে ফেরান স্পিনার তাইজুল ইসলাম। প্রোটিয়া অধিনায়কের বিদায়ের পর ক্রিজে আসা ট্রিস্টান স্টাবসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ডি জর্জি।

 

মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই ফিফটি তুলে নেন ডি জর্জি। এরপর ফিফটির দেখা পান স্টাবসও। টাইগার বোলারদের হতাশ করে রানের চাকা সচল রাখেন এই দুই প্রোটিয়া ব্যাটার। ১৪৬ বলে সেঞ্চুরি তুলে নেন ডি জর্জি। এটি তার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি।

 

চার বিরতির পর পর সেঞ্চুরি তুলে নেন স্টাবস। ১৯৪ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন তিনি। এরপর ২৭০ রানে দিনের দ্বিতীয় সাফল্যের দেখা পায় বাংলাদেশ। ১৯৮ বলে ১০৬ রান করে তাইজুলের বলে বোল্ড হন স্টাবস। এতে ভাঙে ২০১ রানের জুটি।

 

এরপর ডেভিড বেলিংহামকে সঙ্গে নিয়ে দিনের বাকী সময় পার করে দেন জর্জি। ৮১ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। জর্জি ১৯৮ বলে ১৪১ ও বেলিংহাম ২৫ বলে ১৮ রানে অপরাজিত আছেন।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট