চট্টগ্রাম শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

আলোচনা করতে চায় বিসিবি

শান্তর অধিনায়কত্ব: যে দুটি কারণে ছাড়তে চান

২৬ অক্টোবর, ২০২৪ | ৭:৫৫ অপরাহ্ণ

এক বছরের জন্য নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার অধীনে দলও সাফল্য পাচ্ছিল প্রায়ই।

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ২৯ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এর মধ্যেই খবর, অধিনায়কত্ব ছেড়ে দিতে চান শান্ত। এটি নাকি বিসিবিকে আনুষ্ঠানিকভাবেও জানিয়ে দিয়েছেন শান্ত। ক্রিকবাজের এমন খবরের পর এ নিয়ে জানতে চাওয়া হয় বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের কাছে।

 

শনিবার (২৬ অক্টোবর) মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমিও টিভি স্ক্রলে দেখেছি, আপনাদের কাছ থেকেই শুনেছি, অফিসিয়ালি সে নাকি ঘোষণা করেছে কোথাও না কোথাও। যদি হয়ে থাকে, অফিসিয়াল কোনো ডকুমেন্ট আমার কাছে আসেনি। আমি এখনও অফিসিয়ালি জানতে পারিনি যে, এটার সত্যতা কতটুকু। যদি হয়ে থাকে এটা আমাদের জন্য একটা বড় খবর। ’

 

‘ক্রিকেট বোর্ডকে অনেক বড় বড় স্টেপ নিতে হবে নতুন অধিনায়ক যদি তৈরি করতে হয় অথবা তাকে বুঝিয়ে রাখা হয় কি না। আমাদের বসে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এখন একটা ঘটনা জানা গেছে।  এখন আমাদের বিচার-বিবেচনা করতে হবে আমাদের কী অবস্থা, কী সিদ্ধান্ত নেবো। এটার জন্য অপেক্ষা করতে হবে। ’ 

 

নাজমুলের অধিনায়কত্ব ছাড়তে চাওয়ার কারণ মূলত তিনটি হলেও দৃশ্যমান কারণ এখন পর্যন্ত দুটি। বিসিবির কর্মকর্তাদের জানানো তার সেই দুটি কারণের প্রথমটি ‘ব্যক্তিগত’। অর্থাৎ, ‘ব্যক্তিগত’ কারণে তিনি আর অধিনায়কত্ব করতে চান না। ‘ব্যক্তিগত’ কারণটা কী, সেটি কাউকে ব্যাখ্যা করেননি নাজমুল। অন্য আরেকটি কারণের কথাও বলেছেন বিসিবির এক পরিচালককে, যেটি অনুমান করে নিতে পারেন যে কেউই। নাজমুল বলেছেন, তার ব্যাটিংটা ভালো হচ্ছে না। তিনি চান নেতৃত্ব ছেড়ে ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতে।

 

অধিনায়ক হওয়ার পর নাজমুলের ব্যাটিং পরিসংখ্যান অবশ্য দুই রকম কথাই বলে। অধিনায়কের ভূমিকায় টেস্টে তাঁর ব্যাটিং গড় (২৫.৭৬) ক্যারিয়ার গড়ের (২৮.৬৮) চেয়ে কম হলেও ওয়ানডেতে উল্টো চিত্র। ক্যারিয়ার গড় ৩৩.২৯ হলেও সেখানে অধিনায়ক হিসেবে গড় ৫২। আর টি–টোয়েন্টিতে ক্যারিয়ার গড় ২২.৮৫ ও অধিনায়ক হিসেবে ১৮.৭৬।

 

আলোচনা করার ব্যাপারে  ফাহিম বলেন, ‘অবশ্যই বিসিবি আলোচনা করতে চাইবে। কারণ শান্ত এতদিন ধরে অধিনায়কত্ব করে আসছে। এটা তো আমাদের সময়েরও বিনিয়োগ। আমরা একজনকে তৈরি করার চেষ্টা করেছি। সে যদি হঠাৎ করে সরে যায়, নতুন আরেকজন সে তো অপ্রস্তুত। ’

 

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট