চট্টগ্রাম বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

চ্যাম্পিয়ন্স লিগ: প্রত্যাবর্তনের নতুন গল্প লিখলো রিয়াল

স্পোর্টস ডেস্ক

২৩ অক্টোবর, ২০২৪ | ১২:১৬ অপরাহ্ণ

প্রথামার্ধে রিতীমত চেপেই ধরেছিলো বুরুসিয়া ডর্টমুন্ড। রিয়াল সুযোগ পেলেও জালে বল জড়াতে ব্যর্থ হয়। কিন্তু ডর্টমুন্ড তাদের সুযোগ হাতছাড়া করেনি। প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে থাকা ডর্টমুন্ডকে হারতে হয়েছে আনচেলত্তির শিষ্যদের কাছে। আর চ্যাম্পিয়ন্স লীগে নতুন প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ।

 

সান্তিয়াগো বার্নাবুতে মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৫-২ ব্যবধানে জিতেছে রেয়াল। শেষ ৩৩ মিনিটে পাঁচটি গোল করেছে তারা।

 

চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ফাইনালের দুই প্রতিপক্ষ আজ আরও একবার মুখোমুখি হয়েছিল বার্নাব্যুতে, এটা অবশ্য প্রথম রাউন্ডের ম্যাচ। তাতে প্রতিশোধের চিন্তা নিয়ে ডর্টমুন্ড শুরুটা করেছিল ভাল। লম্বা লম্বা পাসে মাঠের এপাশ থেকে ওপাশে বল আদান-প্রদান করতে করতে রিয়ালের বক্সের সামনে উঠে আসে ডর্টমুন্ড। সেখান থেকে হঠাৎ বক্সের ভেতরে কিছুটা ডান দিকে বল ঠেলে দেন সেরিউ গিরাসি, তা ধরেই থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন ডনিয়েল মালেন।

 

এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডর্টমুন্ডের জেমি গিটেন্স। এবার তাকে অ্যাসিস্ট করেন মালেন। পাল্টা আক্রমণে উঠে ডান পাশ দিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন মালেন। এরপর বিপরীত দিকে ক্রস বাড়ান তিনি। তা দেখে পেছন থেকে দ্রুত এগিয়ে গিয়ে বল একপ্রকার ফাঁকা জালে বল জড়িয়ে দেন ২০ বছর বয়সী এই ইংলিশ উইঙ্গার। বিরতির পর থেকে পিছিয়ে পড়া রিয়াল একের পর এক আক্রমনে অস্থির করে তোলে ডর্টমুন্ডের রক্ষনকে। প্রথম ফলটা পায় কিলিয়ান এমবাপ্পে-রুডিগারের যুগলবন্দীতে। এমবাপ্পের ক্রসে হেড করে ব্যবধান কমান রুডিগার (২-১)। এর মিনিট দুয়েক পরেই ভিনি জুনিয়র করেন সমতা ফেরানো গোলটা। শুরুতে রেফারি অফসাইড দেখিয়ে সেটা বাতিল করে দিলেও পরে ভিএআরে আসে গোলের সিদ্ধান্ত (২-২)।

 

ম্যাচের নির্ধারিত সময়ের ৭ মিনিট বাকি থাকতে লুকাস ভাসকেজের গোলে এগিয়ে যায় রিয়াল (৩-২)। ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটা করেন ভিনিসিয়ুস। একাই বল টেনেছেন। শেষে বক্সের বাইরে থেকে তাঁর অসাধারণ শট (৪-২)। যোগ হওয়া সময়ের তৃতীয় মিনিটে পেয়ে যান হ্যাটট্রিকও (৫-২)। রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ভিনির তৃতীয় হ্যাটট্রিক, তবে চ্যাম্পিয়নস লিগে প্রথম।

 

পূর্বকোণ/এমটি/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট