বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার ক্ষত এখনও কাটেনি পাকিস্তানের। এর পরেই ইংল্যান্ডের কাছে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ইনিংস হারের লজ্জা। ঘরের মাঠে পাকিস্তান ক্রিকেট দলের চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ পিসিবি। তাই টেস্ট স্কোয়াডে বড় রদবদল করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড
রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। বাদ দেওয়া হয়েছে প্রথম সারির তারকা ক্রিকেটারদের। বাবর আজমের বাদ পড়ার সম্ভাবনা আগে থেকে জানা ছিল।
বাবর ছাড়াও বাদ পড়েন দুই তারকা পেসার শাহিন আফ্রিদি ও নাসিম শাহ। পিসিবির তরফে তিন তারকাকে বাদ দেওয়ার পিছনে বর্তমান ফর্ম ও ফিটনেসের যুক্তিও তুলে ধরা হয়েছে।
স্কোয়াডে নতুন ডাক পান কামরান গুলাম, হাসিবউল্লাহ, মেহরান মুমতাজ, সাজিদ খান ও নোমান আলী। আগামী ১৫ অক্টোবর থেকে মুলতানেই খেলা হবে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। পরে ২৪ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডিতে খেলা হবে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট।
পূর্বকোণ/এমটি