চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পিসিবিতে ফের চমক, নতুন নির্বাচক কমিটিতে আম্পায়ার আলিম দার

স্পোর্টস ডেস্ক

১১ অক্টোবর, ২০২৪ | ৫:৪১ অপরাহ্ণ

চমকের ভান্ডার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিছুদিন পরপরই তাদের বোর্ড, নির্বাচক প্যানেল, অধিনায়ক এমনকি কোচিং স্টাফে পরিবর্তন দেখা যায়। এবার নতুন করে চমক হিসেবে এসেছে বর্ষীয়ান আম্পায়ার আলিম দারের নাম।

 

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের চলতি মৌসুম শেষেই ক্রিকেটকে বিদায় জানানোর কথা বলেছিলেন কয়েক দফায় আইসিসির সাবেক এই বর্ষসেরা আম্পায়ার। তার আগেই আলিম দারকে পিসিবি নির্বাচক প্যানেলে অন্তর্ভূক্ত করলো। নতুন করে গঠিত সেই কমিটিতে যুক্ত হয়েছেন দুই সাবেক তারকা ক্রিকেটার আকিব জাভেদ ও আজহার আলি। আগের কমিটির আসাদ শফিক ও হাসান চিমাও আছেন নতুন প্যানেলে।

 

ইংল্যান্ডের বিপক্ষে মুলতানে প্রথম টেস্টের পঞ্চম দিনে ইতিহাস গড়ে হেরেছে পাকিস্তান। প্রথম ইনিংসে সাড়ে পাঁচশ রান করেও তারা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ব্যবধানে হার দেখল। আর এমন দিনেই নতুন নির্বাচক প্যানেলের ঘোষণা দিলো পিসিবি।

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুসারে নির্বাচক প্যানেলের সঙ্গে বিভিন্ন ফরম্যাটের অধিনায়ক ও কোচরা সমন্বয় করে কাজ করে থাকেন। সেই নিয়ম এখনও বহাল রয়েছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট