চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

নির্বাচনের ফর্ম নিয়ে বাফুফেতে উত্তেজনা

স্পোর্টস ডেস্ক

২ অক্টোবর, ২০২৪ | ৭:০৪ অপরাহ্ণ

বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) নির্বাচনের কাউন্সিলরশিপ ফর্ম নিয়ে মারপিট ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।আজ বুধবার (২ অক্টোবর) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

 

মঙ্গলবার (১ অক্টোবর) বাফুফে নির্বাচনে কাউন্সিলরশিপ জমা দেয়ার শেষ দিন ছিল। শেষ দিনে চট্টগ্রাম আবাহনীর হয়ে ফর্ম জমা দিয়েছেন সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিন। তবে কোন ক্লাব বা অ্যাসোসিয়েশনের কাউন্সিলরশিপ নেননি আরেক সভাপতি প্রার্থী তাবিথ আওয়াল। এদিকে শেষ দিনেও অবৈধভাবে কাউন্সিরশিপ ফরম জমা দেয়া অভিযোগ উঠেছে। যদিও তা অস্বীকার করেছে ফুটবল ফেডারেশন।

 

বাফুফে নির্বাচন ঘিরে যে উত্তাপ ছিলো তা এখন অনেকটাই ঝিমিয়ে গেছে। গুঞ্জন আছে সভাপতি পদে তাবিথ আওয়াল নির্বাচন করলে সরে যেতে পারেন তরফদার রহুল আমিন। তবে চট্টগ্রাম আবাহনীর হয়ে কাউন্সিলরশিপ ফর্ম জামা দিয়েছেন তিনি। যদিও প্রার্থী হওয়ার ক্ষেত্রে কাউন্সিলরশিপ নেয়ার কোনো বাধ্যবাধকতা নেই।

 

নির্বাচন যেমনই হোক কাউন্সিলরশিপ পেতে দৌড়ঝাপ করছেন কিছু সংগঠক। তাদের মধ্যে দীর্ঘদিনের বঞ্চিতদের উপস্থিতি লক্ষ্যণীয়। এর মধ্যে অনেকের আবার বিস্তর অভিযোগ। বাফুফে কাউন্সিলরশিপ ফরম বিরতণ করেছে নিয়মের বাইরে গিয়ে। এ নিয়ে ক্ষোভও আছে অনেকের।

 

তবে বাফুফের কাছে তাদের অভিযোগ ভিত্তিহীন। এমনকি ফরম বিতরণে অনিয়মের যে সংখ্যার দাবী করছে সেটা এক প্রকার উড়িয়েই দিয়েছেন সাধারণ সম্পাদক। এমনকি অনিয়ম নিয়ে কোন অভিযোগপত্র পায়নি ফুটবল ফেডারেশন।

 

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন