চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

৪১ মাস পর মুমিনুল হকের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:৩৫ অপরাহ্ণ

কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয় মাত্র ৩৫ ওভার। এরপর বৃষ্টির কারণে দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়। অবশেষে মাঠে গড়িয়েছে চতুর্থদিনের খেলা। শুরুতেই তিন উইকেট হারায় বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক।

 

মুমিনুল হক ৮১ বলে ৪০ ও মুশফিকুর রহিম ১৩ বলে ৬ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামেন। দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান মুশফিক। দলীয় ১১২ রানে ৩২ বলে ১১ রান করে ফিরে যান তিনি।

 

এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল। ফিফটিও তুলে নেন তিনি। তবে সুবিধা করতে পারেননি লিটন। সুবিধা করতে পারেন নি সাকিব আল হাসানও। দ্রুতই সাজঘরে ফিরে যান।

 

একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্ত আগলে রাখেন মুমিনুল। মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন তিনি। ১৭২ বলে সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক।

 

টেস্টে মুমিনুল হকের ১৩তম সেঞ্চুরি এটি। যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। মুমিনুলের সেঞ্চুরির পর বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে করেছে ২০৫ রান।লাঞ্চ শেষে পূণরায় মাঠে নামবে বাংলাদেশ।

 

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন