চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

একশ’র পরই ৮ উইকেট হারাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২৪ | ৩:০৪ অপরাহ্ণ

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৩৭৬ রানের বড় সংগ্রহ পেয়েছে স্বাগতিক ভারত। জবাবে ৪০ রানে ৫ উইকেট হারানোর পর একশ’ হতেই ৮ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় সফরকারীরা।

বাংলাদেশ ৩৬.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১২ রান তুলে দিনের দ্বিতীয় সেশন শেষ করেছে। ক্রিজে থাকা মেহেদী মিরাজ ১২ রান করেছেন। তার সঙ্গী তাসকিন আহমেদ।

এর আগে ওপেনার সাদমান ইসলাম ২ ও জাকির হাসান ৩ রান করে আউট হন। মুমিনুল হক শূন্য করেছেন। আকাশ দ্বীপের বলে জাকির ও মুমিনুল পরপর দুই বলে বোল্ড হন। পরেই সাজঘরে ফিরেছেন নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম। নাজমুল ২০ ও মুশফিক ৮ রান যোগ করেন।

এর আগে ১৪৪ রানে ৬ উইকেট থেকে ১৯৫ রানের জুটি গড়েন রবীন্দ্র জাদেজা ও রবিশচন্দন অশ্বিন। ৬ উইকেটে ৩৩৯ রান তুলে প্রথম দিন শেষ করেন। দ্বিতীয় দিন সকালে অলআউট হয় ভারত। অশ্বিন ১১৩ রানের ইনিংস খেলেন। জাদেজা ৮৬ রান যোগ করেন। বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ৫ উইকেট নিয়েছেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন