চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

হাসানের ৫ উইকেট, ৩৭৬ রানে থামলো ভারতের ইনিংস

স্পোর্টস ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:২১ পূর্বাহ্ণ

রবিচন্দ্র অশ্বিন আর জাদেজার বড় পার্টনারশিপের উপর ভর করে ভারত এগিয়েছে অনেকটা। আজকের ইনিংসের শুরুতেই মারমুখো ভঙ্গিতে নামে ভারত। হাতে থাকা ৪ উইকেটও তুলে নেয় বাংলাদেশ দল।

হাসান মাহমুদের ৫ উইকেট, তাসকিন আহমেদের ৩ এবং নাহিদ রানা, মেহেদি হাসান মিরাজ যথাক্রমে ১টি করে উইকেট তুলে নেয়।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।

 

বাংলাদেশের প্রথম ইনিংসে ৩ উইকেটের পতন ঘটেছে। পেস বোলার আকাশ দিপ জাকির হাসান ও মুমিনুলকে পরপর দুই বলেই সাজঘরে ফেরান।

প্রথম ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ ২৬ রান। মুশফিকুর রহিম ও নাজমুল হাসান শান্ত ব্যাটিংয়ে আছেন।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন