চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

প্রথম দিনে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সংগ্রহ ৩৩৯

অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:৫৩ অপরাহ্ণ

বাংলাদেশের বোলারদের পিটিয়ে তুলোধুনো করলেন রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। মাত্র ১৪৪ রানেই ৬ উইকেট হারানোর পর তারা দুজন ভারতের হাল ধরেন। তাতে ভারত এগিয়ে যাচ্ছে বড় সংগ্রহের দিকে। ইতোমধ্যে অশ্বিন তুলে নিয়েছেন সেঞ্চুরিও। সবশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে এই চেন্নাইতেই তিনি সেঞ্চুরি করেছিলেন। আজ বাংলাদেশের বিপক্ষে সেখানেই ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিলেন তিনি। ১০৮ বল খেলে ১০টি চার ও ২ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন অশ্বিন। ৮৩ রান নিয়ে তার সঙ্গে অপরাজিত আছেন জাদেজা। সপ্তম উইকেটে এই জুটির সংগ্রহ বেড়ে হয়েছে ১৯১। সব মিলিয়ে প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ বেড়ে হয়েছে ৩৩৯ রান।

এর আগে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করবে ভারত। বাট করতে নেমে ১৪৪ রানের মাথায় লোকেশ রাহুল আউট হওয়ার পর জুটি বাঁধেন অশ্বিন ও জাদেজা। যেখানে বাঘা বাঘা ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলিং তোপে টিকতে পারেননি, সেখানে এই দুইজন অলরাউন্ডার ভোগাচ্ছেন বাংলাদেশকে। সপ্তম উইকেটে জুটি বাঁধেন তারা। 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন