চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

লাঞ্চ থেকে ফিরেই হাসানের চতুর্থ উইকেট

স্পোর্টস ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৪ | ১:০৮ অপরাহ্ণ

হাসান মাহমুদ শুরুটা যেন জাদুকরী বোলিংয়ে। প্রত্যেকটি বল করছিলেন লাইন লেন্থ ঠিক রেখে। সাফল্যও পেয়েছেন। ভারতের রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি এই তিনজনকে শুরুতেই তুলে নিয়েছেন হাসান।

 

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। প্রথম দিনের লাঞ্চের আগে এই তিন উইকেট যাওয়ার পর প্রতিরোধ গড়ে তুলেছিলেন ঋষভ পান্থ আর জয়সওয়াল। লাঞ্চের আগে কিছুটা হতাশা নিয়ে গেলেও। ফেরার পর আবার চমক দেখিয়েছেন সেই হাসান। নেমেই ঋষভ পান্থের উইকেট তুলে নেন হাসান। ৫২ বলে ৬ চারে ৩৯ রানে ফিরেছেন ভারতের উইকেটকিপার ব্যাটার। হাসানের এটি চতুর্থ শিকার।  

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন