চট্টগ্রাম শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

নাহিদের ৩ উইকেট, চতুর্থ দিনে চালকের আসনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:৩৭ অপরাহ্ণ

প্রত্যাশিত সূচনা পেয়েছে বাংলাদেশ। আগেরদিন খেলা শেষে লিটন দাস জানিয়েছিলেন চতুর্থ দিনে পাকিস্তানকে চেপে ধরতে চান তারা। তাসকিন আহমেদ এবং নাহিদ রানার সুবাদে সেটা পেয়েও গিয়েছে বাংলাদেশ। দিনের প্রথম সেশন শেষের আগেই পাকিস্তানের চার ব্যাটার ফিরেছেন সাজঘরে। ১০০ রানের লিড পেলেও পাকিস্তান হারিয়ে ফেলেছে ৬ উইকেট।

 

চতুর্থ দিন সকালে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ, সঙ্গে ৬ রান নিয়ে অপরাজিত সাইম আইয়ুব। দিনের নবম ওভারে পাকিস্তানের প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাসকিন আহমেদকে ড্রাইভ করতে গিয়ে মিড-অফে নাজমুল হোসেনের দারুণ ক্যাচে ফিরেছেন সাইম আইয়ুব। সাইম আগের দিনের ৬ রানের সঙ্গে যোগ করেন আরও ১৪ রান। ৫০ রানে পাকিস্তানের ৩য় উইকেটের পতন ঘটে।

 

টানা ৬ ওভার তাসকিনের স্পেল শেষে আক্রমণে এসেই উইকেট পেলেন নাহিদ রানা। শান মাসুদ কাট করতে চেয়েছিলেন। কিন্তু বল ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে থাকা লিটন দাসের কাছে। ৬২ রানে ৪ উইকেটের পতন। লিড ৭৪ হওয়ার মাঝেই পাকিস্তান হারায় ৪ উইকেট।

 

খানিক বাদেই ফিরলেন বাবর আজমও। উইকেট সেই নাহিদ রানার। স্লিপে ক্যাচ নিয়েছেন সাদমান ইসলাম। ফোর্থ স্ট্যাম্পে থাকা বলটা ফ্রন্টফুটে ডিফেন্স করতে চেয়েছিলেন। তবে দেরি করে ফেলেছিলেন। তাতেই নাহিদ পেলেন নিজের দ্বিতীয় উইকেট। ৫ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ওপর চাপ ফেলেছে টাইগারদের পেস ইউনিট।

 

পরের বলেই নতুন ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও একইভাবে ক্যাচ তুলেছিলেন। তবে এবারে ক্যাচ ফেলেছেন সাদমান। তবে কিছুক্ষণ পরই আবারও নাহিদের শিকার সৌদ শাকিল। তাতে এই মুহূর্তে পাকিস্তানের লিড ১০০ পেরুলেও নেই ৬ উইকেট।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন