আবরার আহমেদকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি মেরে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করেছেন লিটন দাশ। লিটনের ৪৪ টেস্ট ক্যারিয়ারে এটি চতুর্থ সেঞ্চুরি।
এবারের আগে টেস্টে সর্বশেষ তিন অঙ্কের ইনিংস খেলেছিলেন ২০২২ সালের মে মাসে, শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে।
১১ চার ও ১ ছক্কায় ১৭১ বলে মাইলফলক স্পর্শ করেন লিটন। ৪৩ ম্যাচের ক্যারিয়ারে এটি তার চতুর্থ সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয়। ২০২১ সালে চট্টগ্রাম টেস্টে তিনি করেছিলেন ১১৪ রান।
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের বিপক্ষে একাধিক সেঞ্চুরির মালিক হলেন তিনি।
লিটনের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের রান ৮ উইকেটে ২১৮। ২৯ বলে ২ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন হাসান মাহমুদ। পাকিস্তানের প্রথম ইনিংসের রানে পৌঁছাতে বাংলাদেশের দরকার আরও ৫৬ রান।
পূর্বকোণ/পিআর